এক চার্জে প্রায় ১০০ কিলোমিটার চলবে সাইকেল
এক চার্জে প্রায় ১০০ কিলোমিটার চলবে সাইকেল
প্রায় ১০০ কিলোমিটার চলবে একবার চার্জ দিলে। সর্বোচ্চ ২২ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে ছুটতে পারে এই ইলেকট্রিক বাইক। সাইকেলটি দেখতে যেমন সুন্দর তেমনি এর ফিচারও দুর্দান্ত। আন্তর্জাতিক বাজারে এলো নতুন ইলেকট্রিক কার্গো সাইকেল। এই সাইকেল এনেছে লেকট্রিক নামের একটি সাইকেল নির্মাতা প্রতিষ্ঠান। নতুন কার্গো বাইকের মডেল লেকট্রিক এক্সপি ট্রাইক।
তিন চাকার ই-বাইকে রয়েছে ৪৮ ভোল্ট ১৪ অ্যাম্পিয়ার আওয়ারের লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাক। একবার চার্জে টানা ৯৬ কিলোমিটার রেঞ্জ দিতে পারে। যা ফুল চার্জ হতে সময় নেয় ৪-৬ ঘণ্টা। বাইকের সুরক্ষার জন্য সামনে ও পেছনে রয়েছে হাইড্রলিক ডিস্ক ব্রেক। বাইকটি চলার জন্য ৫০০ ওয়াটের হাব মোটর দেওয়া হয়েছে। পার্কিংয়ের জন্য অতিরিক্ত ব্রেকও রয়েছে এতে। ৫ লেভেল প্যাডেল অ্যাসিস্ট পাওয়া যাবে এতে। যেকোনো রাস্তায় মসৃণ রাইডিং অভিজ্ঞতা দিতে এতে একটি বিশেষ সেন্সর দেওয়া হয়েছে সঙ্গে প্যাডেল অ্যাসিস্ট।
বাইকে পাবেন একটি এলসিডি ডিসপ্লে যেখানে ব্যাটারি ইউসেজ সংক্রান্ত তথ্য জানা যাবে। রাতের দিকে বাইকটি চালাবেন তাদের কাছে অসুবিধা যাতে না হয় তার জন্য এই ফিচার রাখা হয়েছে। এই লাইটের জন্য কোনও অতিরিক্ত খরচ দিতে হবে না বলেও জানা গিয়েছে। বাইকের মোট ওজন ২৮ কেজি (ব্যাটারি ছাড়া)। এতে যে ব্যাটারি রয়েছে তা সম্পূর্ণ রিমুভেবেল। অর্থাৎ পরবর্তী বদলে নিতে পারবেন। নির্মাতা প্রতিষ্ঠান দাবি করছে, বাইক যে কেউ চালাতে পারবে। কেননা, ব্যালেন্স রাখার কোনো ঝামেলা নেই এতে। বাইকটি আইপি ৬৭ রেটিং প্রাপ্ত। যা পানি এবং ধুলা-বালি থেকে নিরাপদ রাখবে। ভালো দৃশ্যমান্যতার জন্য বাইকের সামনে ও পিছনে বিশেষ লাইটিংয়ের ব্যবস্থা যুক্ত রয়েছে।
গ্রিসে মৌসুমি কর্মী হিসেবে যেভাবে যাবেন
বাইকে রয়েছে বিশেষ পাওয়ার লিমিট ফিচারও। এতে একটি ইন-বিল্ট হিট সেন্সরসহ কন্ট্রোলার রয়েছে যা বাইক গরম হওয়া আটকাবে। সংস্থার ওয়েবসাইটে পাওয়া তথ্য অনুযায়ী, সর্বোচ্চ ১৮৮ কেজি ওজন বহন করতে সক্ষম এই ইলেকট্রিক বাইক। বাইকটি কেবল পাওয়া যাবে গ্রাফাইট রংয়েই এবং এটির দাম রাখা হয়েছে ১৪৯৯ ডলার।
Pingback: বৈদ্যুতিক গাড়ির চার্জিং স্টেশনের যাত্রা - Amader Khabar