ভ্রমণের দোয়া ও সঠিক বাংলা অনুবাদ
প্রতিনিয়ত আমাদের কোথাও না কোথাও ভ্রমন করতে হয়। তাই, রাস্ত চলার পথে আল্লাহর নাম স্বরণ করে পথ চললে, অনেক বিপদ থেকে রক্ষা পাওয় যায়। আজকে আমাদের আলোচনার বিষয় ভ্রমণের দোয়া।
ভ্রমণের দোয়া
প্রতিনিয়ত আমাদের কোথাও না কোথাও ভ্রমন করতে হয়। তাই, রাস্তা চলার পথে আল্লাহর নাম স্বরণ করে পথ চললে, অনেক বিপদ থেকে রক্ষা পাওয় যায়। আজকে আমাদের আলোচনার বিষয় ভ্রমণের দোয়।
আল্লাহ তায়ালা ভ্রমণের পূর্বে যে দোয়াগুলো পাঠ করার কথা বলেছে সেটাই হল ভ্রমণের দোয়া। ভ্রমণ মানেই হলো নতুন স্থান, নতুন অভিজ্ঞতা এবং নতুন মানুষদের সাথে পরিচয় হওয়া। কিন্তু ভ্রমণ করতে গেলে অনেক ঝুঁকি ও চ্যালেঞ্জও মোকাবেলা করতে হয়। এজন্যই ভ্রমণের সময় আল্লাহর সাহায্য প্রার্থনা করা এবং তাঁর কাছে নিরাপদে পৌঁছানোর জন্য দোয়া করা গুরুত্বপূর্ণ। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) আমাদেরকে ভ্রমণের সময় কিছু বিশেষ দোয়া শিখিয়েছেন, যা আমাদের জন্য মঙ্গল এবং নিরাপত্তা নিয়ে আসতে পারে। উপদানগুলো কি কি ভ্রমণের পূর্বে যে দোয়াগুলো পাঠ করা উচিতভ্রমণ শুরু করার আগে কিছু বিশেষ দোয়া পাঠ করার সুন্নাহ রয়েছে। এ দোয়াগুলো পাঠ করলে আল্লাহ তাআলার রহমত, নিরাপত্তা ও সাহায্য পাওয়া যায়। নিচে কিছু দোয়া উল্লেখ করা হলো যা ভ্রমণের সময় পাঠ করা যেতে পারে: ১। ভ্রমণের দোয়া (সফরের দোয়া): بِسْمِ اللَّهِ، وَالْحَمْدُ لِلَّهِ، سُبْحَانَ الَّذِي سَخَّرَ لَنَا هَذَا وَمَا كُنَّا لَهُ مُقْرِنِينَ، وَإِنَّا إِلَى رَبِّنَا لَمُنْقَلِبُونَ উচ্চারণ:** “বিসমিল্লাহি, আলহামদু লিল্লাহি, সুবহানাল্লাযি সাখ্খারালানা হাযা ওয়ামা কুন্না লাহু মুকরিনীন, ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনক্বালিবুন।” অর্থ:”আল্লাহর নামে শুরু করছি, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। তিনি পবিত্র ও মহিমাময় যিনি আমাদের জন্য এ বাহনকে সহজ করেছেন এবং আমরা এর নিয়ন্ত্রণ নিতে সক্ষম ছিলাম না, এবং অবশ্যই আমরা আমাদের প্রভুর কাছে ফিরে যাব।” ভ্لّهُمَّ إِنَّا نَسْأَلُكَ فِ سَفَرِنَا هَذَا الْبِرَّ وَالتَّقْوَى وَمِنَ الْعَمَلِ مَا تَرْضَى **উচ্চারণ:** “আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ফি সফারিনা হাযা আলবিরর ওয়াত্-তাকওয়া ওয়া মিনাল আমলি মা তারদা।” **অর্থ:** “হে আল্লাহ! আমরা আপনার নিকট এই ভ্রমণে নেকী ও তাকওয়া এবং সেই কাজগুলো প্রার্থনা করছি যা আপনি পছন্দ করেন।” বাসা থেকে বের হওয়ার দোয়া:بِسْمِ اللَّهِ تَوَكَّلْتُ عَلَى اللَّهِ وَلَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ উচ্চারণ:** “বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ।” অর্থ:** “আল্লাহর নামে শুরু করছি, আমি আল্লাহর উপর নির্ভর করছি, এবং আল্লাহ ব্যতীত কোন শক্তি ও সামর্থ্য নেই।” ভ্রমণের সময় দোয়ার গুরুত্বভ্রমণের সময় দোয়া করার মধ্যে বিশেষ একটি আধ্যাত্মিক তাৎপর্য রয়েছে। এটি শুধু মনের শান্তি এবং আল্লাহর প্রতি বিশ্বাস জাগ্রত করে না, বরং আমাদেরকে সকল প্রকার বিপদ থেকে রক্ষা করে। দোয়া পাঠ করলে আল্লাহ আমাদের সফরকে সহজ, নিরাপদ এবং সফল করে দেন। এছাড়াও, দোয়া পাঠ করলে আমাদের মনে সাহস আসে এবং আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস সৃষ্টি হয়। শেষ কথাভ্রমণের সময় দোয়া করা একটি সুন্দর এবং গুরুত্বপূর্ণ সুন্নাহ। এটি আমাদেরকে আল্লাহর রহমত ও নিরাপত্তা প্রদান করতে সহায়ক। তাই, প্রতিটি ভ্রমণের পূর্বে এবং সময় দোয়া পাঠ করা উচিত, যেন আল্লাহ আমাদের ভ্রমণকে নিরাপদ, সুষ্ঠু এবং মঙ্গলময় করেন। |