ইউরোপে কাজের সুযোগ
নির্মাণ খাত, জাহাজ নির্মাণ, বস্ত্র ও তৈরি পোশাক, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি, পর্যটন ও কৃষি খাতে দক্ষ কর্মী পাঠানোর সুযোগ পাবে বাংলাদেশ। জার্মানি, ইতালি, গ্রিস ও রোমানিয়া পৃথক পৃথক খাতে বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নেওয়ার আগ্রহ দেখিয়েছে।
ইউরোপে কাজের সুযোগ
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেশ ইতালি, জার্মানি, গ্রিস ও রোমানিয়া তাদের ৬ টি খাতে বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে। আগামী জুনের মধ্যে ইইউর এই ৪ চার দেশে দক্ষ কর্মী পাঠাতে পথনকশা (রোডম্যাপ) চূড়ান্ত করা হচ্ছে। প্রাথমিকভাবে দক্ষ কর্মী পাঠানোর সামর্থ্য অর্জনের লক্ষ্যে বাংলাদেশকে ৩০ লাখ ইউরোর আর্থিক সহায়তা দিচ্ছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, গত ২ (দুই) বছর ধরে বাংলাদেশের সঙ্গে ইইউর বৈধ পথে অভিবাসনের বিষয়ে আলোচনা চলছে। এ বিষয়ে গত ৪ ও ৫ মার্চ ব্রাসেলসে আলোচনা করেছে দুই দেশ এবং আগামী জুন মাসের মধ্যে এ বিষয়ে পথনকশা চূড়ান্ত করার কথা রয়েছে।
ইইউ ২০২১ সালে থেকে ট্যালেন্ট পার্টনারশিপ নামে বিশেষায়িত কর্মসূচি শুরু করেছে বৈধ পথে ইউরোপে অভিবাসনে সহায়তার জন্য। বিশেষায়িত কর্মসূচির আওতায় থাকা ৭ (সাত) দেশের মধ্যে বাংলাদেশ একটি। ইইউ মূলত ইউরোপের বাইরের অংশীদার দেশগুলোর নাগরিকদের দক্ষতা অর্জন ও কাজের সুযোগ দিতে এই কর্মসূচি শুরু করেছে।
বাংলাদেশ আশা করছে, এই ৪ (চার) দেশে ট্যালেন্ট পার্টনারশিপের আওতায় দক্ষ কর্মী; পাঠানো শুরু হলে এরই ধারাবাহিকতায় ইউরোপের অন্যান্য দেশের পাশাপাশি উন্নত বিশ্বেও কাজের পরিধি বাড়বে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, জার্মানি, ইতালি, গ্রিস ও রোমানিয়া পৃথক পৃথক খাতে বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার আগ্রহ দেখিয়েছে। তবে বাংলাদেশ জাহাজ নির্মাণ, নির্মাণ খাত, বস্ত্র ও তৈরি পোশাক, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি, পর্যটন ও কৃষি প্রাথমিকভাবে ছয় খাতে দক্ষ কর্মী পাঠানোর সুযোগ পাবে। তবে বাংলাদেশ থেকে কোন প্রক্রিয়ায় লোক পাঠানো হবে, ইইউর সঙ্গে তা নিয়ে আলোচনা চলছে।
আরও পড়ুন: নতুন নির্দেশনা ইতালির ভিসা অ্যাপয়েন্টমেন্ট বুকিং পদ্ধতি
গত বুধবার পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সভাপতিত্বে তাঁর দপ্তরে দক্ষ কর্মী পাঠানোর পথনকশা চূড়ান্ত করার বিষয়ে এক আন্তমন্ত্রণালয় সভা হয়েছে ট্যালেন্ট পার্টনারশিপ একটি পরীক্ষামূলক প্রকল্প। এটি ঠিকভাবে বাস্তবায়ন করা গেলে বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার আগ্রহ দেখাবে ইউরোপের আরও অনেক দেশ।
বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নেওয়ার ক্ষেত্রে প্রতিটি দেশের চাহিদা আলাদা, ইতালি চায় তৈরি পোশাক খাতের কর্মী ও জার্মানি তথ্যপ্রযুক্তি খাতের।
মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, ইতালি তৈরি পোশাক ও জাহাজ নির্মাণ শিল্পের জন্য জার্মানি চাইছে পর্যটন ও তথ্যপ্রযুক্তি খাতের কর্মী, নির্মাণশিল্পের দক্ষ কর্মী নিতে চাই রোমানিয়া আর গ্রিস চায় বাংলাদেশের কৃষি খাতের দক্ষ কর্মী।
কোন প্রক্রিয়ায় কর্মী পাঠানো হবে, ইইউর সঙ্গে তা নিয়ে আলোচনা চলছে। অতীতে বৈধ পথে কর্মী না পাঠানো, অবৈধ প্রক্রিয়ায় বা মানব পাচারকারীদের মাধ্যমে ইউরোপ যাওয়া ও কর্মীরা প্রতারিত হওয়াসহ নানা অভিযোগ রয়েছে। দুই দেশই কোন প্রক্রিয়ায় কর্মী যাবে তা দ্রুত সুরাহা করতে চায়।