বিনোদন

রঞ্জনা আমি আর আসবো না জাবি অঞ্জন দত্ত…

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় বিশ্ববিদ্যালয়ের ৩১তম ব্যাচের সাবেক শিক্ষার্থীদের আয়োজনে এক সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন তিনি। গানে গানে জাবি মাতিয়ে গেলেন তিনি। প্রায় সাত বছর পর বাংলাদেশে এসে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দীন মুক্তমঞ্চে গান গাইলেন কলকাতার কিংবদন্তী সঙ্গীত শিল্পী ও অভিনেতা অঞ্জন দত্ত।

অঞ্জন দত্ত দর্শকদের উদ্দেশ্যে বলেন, এই ক্যাম্পাসে এটাই আমার প্রথমবার। প্রথম বাংলাদেশে এসেছিলাম ১৯৯৭ সালে এরপর এসেছি বহুবার। এবার আসলাম সাত বছর পর।

এদিকে দুপুরের পর মুক্তমঞ্চ এলাকায় গিয়ে দেখা যায়, ক্যাম্পাসের বাইরে থেকেও এসেছেন অজস্র দর্শক। সন্ধ্যায় পরিবেশনা শুরু হবার কথা থাকলেও দুপুরের পর থেকেই মুক্তমঞ্চে দর্শকদের ভিড়। আগে এসে নিজের বসার জায়গাটি নিশ্চিত করতে চালাচ্ছেন। কেউ হল থেকে ডেকে আনছেন বন্ধু-বান্ধবীদের। অঞ্জন দত্ত একাধারে সঙ্গীতশিল্পী, চলচ্চিত্র অভিনেতা ও পরিচালক। বেলা বোস, রঞ্জনা আমি আর আসবো না গানগুলোর জন্য তিনি সঙ্গীতাঙ্গনে খ্যাতি লাভ করেছেন।

তিনি ১৯ জানুয়ারি ১৯৫৩ সালে ভারতে জন্মগ্রহণ করেন ও দার্জিলিংয়ে ছেলেবেলা পার করেন। ১৯৮১ সাল থেকে সিনেমায় অভিনয় শুরু ও ১৯৯৮ সাল থেকে সিনেমা নির্মাণ শুরু করেন। রঞ্জনা আমি আর আসবো না সিনেমাটি ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *