নেভার ডেট আ ম্যারিড ম্যান মাসাবা গুপ্তা
নেভার ডেট আ ম্যারিড ম্যান মাসাবা গুপ্তা
ভারতের জনপ্রিয় ফ্যাশন ডিজাইনার, লাখো নারীর অনুপ্রেরণা তিনি মাসাবা গুপ্তা, তাঁর মা নীনা গুপ্তা বলিউডের জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী অভিনেত্রী, বাবা ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটের সর্বকালের সেরা ব্যাটসম্যান। বাবা স্যার ভিভ রিচার্ডস ওয়েস্ট ইন্ডিজের সর্বকালের সেরা ক্রিকেটারদের একজন।
তিনি আশির দশকের শুরুতে ভারতে টেস্ট খেলতে আসেন ধারণা করা হয়, তখন থেকেই নীনা গুপ্তার সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক। অভিনেত্রী নীনা গুপ্তা ১৯৮৯ সালে অন্তঃসত্ত্বা হয়ে পড়লে তাঁকে বিয়ে করতে অস্বীকৃতি জানান ভিভ রিচার্ডস। কেননা তখন তিনি বিবাহিত ও দুই সন্তানের বাবা। এদিকে ভিভ রিচার্ডস বিয়ে করুন বা না করুন, সন্তানকে জন্ম দেবেন বলে সিদ্ধান্ত নেন অভিনেত্রী নীনা গুপ্তা। নিঃসন্দেহে খুব সাহসী পদক্ষেপ ছিল সেই সময় এমন সিদ্ধান্ত।
নীনা গুপ্তা যখন অন্তঃসত্ত্বা, আর ভিভ তাঁকে বিয়ে করতে অস্বীকৃতি জানান, তখন নীনাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন বলিউডের প্রযোজক, পরিচালক ও অভিনেতা সতীশ কৌশিক। অশ্রুসিক্ত অভিনেত্রী নীনা গুপ্তা বিনয়ের সঙ্গে প্রত্যাখ্যান করেছিলেন সেই প্রস্তাব। তবু ছয় বছর অভিনেত্রী নীনা গুপ্তা মন বদলের জন্য অপেক্ষা করেন প্রযোজক, পরিচালক সতীশ। বিয়েতে নীনা গুপ্তার আগ্রহ নেই নিশ্চিত হয়ে ১৯৮৫ সালে তিনি বিয়ে করেন। নীনাকে বার্তা পাঠিয়েছিলেন বিয়ের দিনও। নীনা নিজের সর্বস্ব উজাড় করে একা মা হয়ে বলিউডে ক্যারিয়ার গড়ার জন্য লড়াই করেছেন, একই সঙ্গে সন্তানের বাবা আর মা হয়ে চালিয়ে গেছেন জীবনযুদ্ধ।
বৈধভাবে বাংলাদেশিদের নতুন কর্মসংস্থান লিবিয়া
অভিনেত্রী নীনা গুপ্তা মাসাবাকে সিঙ্গেল মাদার’ হিসেবে বড় করেন। এর মধ্যে অভিনেত্রী নীনা গুপ্তা অনেক বিয়ের প্রস্তাব পেয়েছেন। সন্তানকে নতুন করে আর কোনো ‘ট্রমা’র ভেতরে ফেলার ঝুঁকি নিতে চাননি। মাসাবা গুপ্তা বাবার ৬২ তম জন্মদিনে চমকে দিতে মাকে নিয়ে ওয়েস্ট ইন্ডিজে উড়াল দিয়েছিলেন। ছবি প্রকাশ করে বলেছিলেন, বাবার প্রতি তাঁর কোনো রাগ নেই ও ভিভ রিচার্ডসকে নিয়ে তিনি গর্বিত। প্রতিনিয়ত নতুন কাজের মাধ্যমে বাবাকে গর্বিত করতে চান মাসাবা গুপ্তা।
বলিউডের আশির দশকে অন্যতম আলোচনার বিষয় ছিল ভিভ রিচার্ডস ও নীনা গুপ্তার প্রেম। সেই সম্পর্ক ছিন্ন করে ওয়েস্ট ইন্ডিজে নিজের স্ত্রীসন্তানদের কাছে ফিরে যান। সন্তানের বয়স ১৮ হওয়ার পর, ২০০৮ সালে নীনা গুপ্তা ইন্ডাস্ট্রির বাইরের মানুষ, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট বিবেক মেহরাকে বিয়ে করেন। ততদিনে মাসাবা ফ্যাশন ডিজাইনার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। অভিনেত্রী হিসেবেও সুনাম কুড়িয়েছেন মাসাবা গুপ্তা।
বলিউডের নামকরা প্রযোজক মধু মন্টেনাকে মাসাবা প্রথমবার বিয়ে করেন ২০১৫ সালে। এবং ২০১৯ সালে তাঁদের বিচ্ছেদ হয়ে যায়। পরে আবার মাসাবা বিয়ের পিঁড়িতে বসেন ২০২৩ সালে, ৫০ বছর বয়সী বলিউড তারকা সত্যদীপ মিশ্রর সঙ্গে তিন বছরের ভালোবাসার সম্পর্ককে বিয়েতে পরিণতি দেন। বাবা ভিভ রিচার্ডস মাসাবার বিয়েতে উপস্থিত ছিলেন। ভিভের সঙ্গে মাসাবার গভীর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। সেসব ছবি ভাইরাল হয়ে ঘুরে বেড়িয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
Pingback: পিটার হাসকে বহিষ্কারের দাবি বিচারপতি মানিকের - Amader Khabar
Pingback: সবসময় ভালো মানুষ হতে চেয়েছি মৌসুমী হামিদ - Amader Khabar