খেলাধুলা

৮০০ গোলের মাইলফলকে লিওনেল মেসি

আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি মাইলফলক থেকে মাত্র ১ গোল দূরে ছিলেন । অবশেষে ক্লাব ও দেশের হয়ে সব মিলিয়ে ৮০০ গোল করলেন মেসি। তার সামনে শুধু কেবল পর্তুগাল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। খবর এপি।
বৃহস্পতিবার রাতে (বাংলাদেশ সময় শুক্রবার ভোরে) ওই মাইলফলক স্পর্শ করে ফেললেন লিওনেল মেসি। পানামার বিপক্ষে ৮৯ মিনিটে ফ্রি কিক থেকে একটি গোল করেন মেসি। এই ম্যাচ ২-০ ব্যবধানে জেতে আর্জেন্টিনা। এদিন খেলার শুরুতেই ৮০০র মাইলফলকে পৌঁছাতে পারতেন মেসি। কিন্তু তার দুইটি শট গোল পোস্টে লাগে। সেই ২টি শট ফ্রিকিক থেকেই নিয়েছিলেন মেসি। শেষ পর্যন্ত তৃতীয় প্রচেষ্টায় সফল হন।

গত ১৮ মার্চ ফরাসি লিগে নান্তেসের বিরুদ্ধে পিএসজির হয়ে গোল করে ৭৯৯-এ পৌঁছেছিলেন আর্জেন্টাইন এই তারকা। গত ডিসেম্বরে বিশ্বকাপ জেতার পর এটিই আর্জেন্টিনার প্রথম ম্যাচ ছিল। আজ মাঠে নামার আগে ৮০০ গোলের মাইলফলকে পৌঁছতে মেসির একটিই গোল দরকার ছিল।

বিশ্বের দ্বিতীয় ফুটবলার হিসাবে ৮০০ গোল করলেন লিওনেল মেসি। ২০২১ সালের ডিসেম্বরে এই মাইলফলকে পৌঁছেছিলেন রোনালদো। তার মোট গোল সংখ্যা ৮৩০। প্রয়াত পেলে একাধিকবার দাবি করেছিলেন, তার ফুটবল জীবনে এক হাজারের বেশি গোল রয়েছে। এ পরিসংখ্যান নিয়ে বিতর্কও রয়েছে। দেশের হয়ে তার গোল সংখ্যা ৯৯টি, বার্সেলোনার হয়ে ৭৭৮টি ম্যাচে মেসি গোল করেছেন ৬৭২টি, পিএসজির হয়ে ৩০টি। এর মধ্যে গত বিশ্বকাপে তিনি ৭টি গোল করে আর্জেন্টিনাকে চ্যাম্পিয়ন করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *