খেলাধুলা

এমবাপ্পে চমক দেখালেন

নেতৃত্বও বাধা হয়নি তার ছন্দে, সামনে থেকেই নেতৃত্ব দিয়ে জেতালেন দলকে নিজে করেছেন জোড়া গোল, করিয়েছেন একটি। বিশ্বকাপের ফর্মটাই যেন জাতীয় দলে নিয়ে এলেন কিলিয়ান এমবাপ্পে, তার এমন পারফরম্যান্সে ইউরো চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে নেদারল্যান্ডসকে উড়িয়ে দিয়েছে ফ্রান্স ৪-০ গোলে। বিশ্বকাপের রানার্সআপ দলটি ম্যাচ শুরুর মাত্র ২ মিনিটের মাথাতেই গোল উৎসবে মাতে । গোল করেন গ্রিজম্যান এমবাপ্পের মাপা পাস থেকে বক্সে বল পেয়ে বাঁ পায়ের শটে তা জালে জড়ান অ্যাথলেটিকো মাদ্রিদ ফরোয়ার্ড গ্রিজম্যান।

দ্বিতীয় গোলের পেতে বেশি অপেক্ষা করতে হয়নি ফ্রান্সকে। এবার ফরাসিদের এগিয়ে দেন দায়ত উপমেকানো। অষ্টম মিনিটে গ্রিজম্যানের নেওয়া শট নেদারল্যান্ডসের গোলরক্ষকের গায়ে লেগে ফিরে এলে ফিরতি শটে তা জালে জড়ান উপমেকানো। প্রথম গোল পেতে এমবাপ্পেকে অপেক্ষা করতে হয় ২১ মিনিট। বক্সের ফাঁকায় বল পেয়ে ভুল করেননি এমবাপ্পে।

দ্বিতীয়ার্ধে টানা আক্রমণ চালিয়েও ফ্রান্সের রক্ষণ দেয়াল ভাঙতে পারেননি ডাচরা। বেশি সময় বল দখলে রেখে পাল্টা আক্রমণে উঠছিল সফরকারীরা, কিন্তু সুবিধা করতে পারছিল না। বিশেষ করে উল্টো ৭৮তম মিনিটে গোল খেতে খেতে বেঁচে যায় নেদারল্যান্ডস, সুযোগ মিস করেন এমবাপ্পে। এর ১০ মিনিট পরই কফিনে শেষ পেরেক ঠুকে দেন ফরাসি অধিনায়ক। বল পায়ে বক্সে ঢুকে কোনাকুনি শটে নিজের দ্বিতীয় গোলটি করেন তিনি। এই গোলে করিম বেনজেমাকে ছাপিয়ে ফ্রান্সের পঞ্চম সর্বোচ্চ গোল সংগ্রাহক বনে গেছেন তিনি, গোল সংখ্যা ৩৮। ফলে শেষ পর্যন্ত ৪-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়েন দিদিয়ের দেশমের শিষ্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *