বিনোদন

ডিজিটাল নিরাপত্তা আইনে শাকিব খানের মামলা

ডিজিটাল নিরাপত্তা আইনে চিত্রনায়ক শাকিব খানের করা মামলা তদন্তের দায়িত্ব পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন কাছে।
সোমবার ২৭ মার্চ, ঢাকার সাইবার ট্রাইব্যুনাল এ এম জুলফিকার হায়াতের আদালতে প্রযোজক রহমত উল্লাহর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার করেন চিত্রনায়ক শাকিব খান।
দুপুর ১২টা ৫০ মিনিটে আদালতে আসেন চিত্রনায়ক শাকিব খান। আদালত তার জবানবন্দি গ্রহণ করে মামলার বিষয়ে তদন্ত করে আগামী ৬ জুনের মধ্যে প্রতিবেদন দাখিলের আদেশ দেন।
চিত্রনায়ক শাকিব খানের আইনজীবী তানভীর আহমেদ তনু বিষয়টি জানিয়েছেন। এর আগে গত ২৩ মার্চ একই আদালতে তিনি মামলা করতে যান। তবে মামলা ফাইলিংয়ের সময় শেষ হয়ে যাওয়ায় শাকিবকে আজ সোমবার ২৭ মার্চ ফের আসতে বলেন বিচারক।
ঐ দিন রহমত উল্লাহর বিরুদ্ধে আরেকটি মামলা করেন নায়ক শাকিব খান। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরাফাতুল রাকিবের আদালতে তিনি এ মামলা দায়ের করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আগামী ২৬ এপ্রিল আসামি রহমত উল্লাহকে হাজির হওয়ার জন্য সমন জারি করেন।
থানা থেকে মামলা গ্রহণ না করে শাকিব খানকে আদালতে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। প্রযোজক রহমত উল্লাহর বিরুদ্ধে মামলা করতে এর আগে গুলশান থানা ও ডিবি কার্যালয়ে যান শাকিব। নায়ক শাকিব খানের দাবি মিথ্যা অভিযোগ দিয়ে তার সুনাম ক্ষুন্ন ও চাঁদা দাবি করছেন প্রযোজক রহমত উল্লাহ।

অস্ট্রেলিয়ায় সিনেমার শুটিং চলার সময় [অপারেশন অগ্নিপথ] শাকিবের নামে নারী সহকারী প্রযোজককে ধর্ষণ ও শিডিউল ফাঁসানোর অভিযোগ তোলেন প্রযোজক রহমত উল্লাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *