বিনোদন

দীপিকার কর্মজীবনের কিছু কথা

দীপিকার কর্মজীবনের কিছু কথা

দীপিকা পাড়ুকোনরণবীর সিং গত মঙ্গলবার দাম্পত্য জীবনের পার করে ফেললেন পাঁচটি বছর। এই জুটিকে দেখলে মনে হয়, এই তো সেদিনই সংসার শুরু করলেন তাঁরা। সম্প্রতি এক সাক্ষাৎকারে দীপিকা এ নিয়ে কিছু কথা বলেছেন। তবে কর্মজীবনের ব্যস্ততার কারণে দুজনেরই একে অপরের সঙ্গ খুবই কম পান।

দীপিকা আর রণবীর সিং বিয়ের আগে বেশ কয়েক বছর প্রেম পর্ব চলেছিল। তার পর এই জুটির বিয়ের আসর বসেছিল ২০১৮ সালের ১৪ নভেম্বর সাত পাকে বাঁধা পড়েছিলেন ইতালির লেক কোমোতে। তাদের বিয়েতে উপস্থিত ছিলেন নিকটাত্মীয়-পরিজন ও বন্ধুবান্ধব। বিয়ের পর থেকেই চরম ব্যস্ততার মধ্যে কাটছে তাঁদের দিনগুলো। তাই তাদরে একে অপরের সঙ্গে সময় কাটানোর জন্য রীতিমতো পরিকল্পনা আর শিডিউল বানাতে হয়, এ কথা স্বয়ং দীপিকার।

ভোগ সাময়িকীর সাক্ষাৎকারে দীপিকা বলেছেন, আমাদের পেশা এমনই যে একে অপরের জন্য সময় বের করতে হয়। আমাদের মধ্যে কেউ একজন টানা ১ মাস ধরে ভ্রমণে থাকি। আবার কখনো রণবীর বেশি রাতে বাড়ি ফেরে। কখনো আমাকে সকাল সকাল বেরিয়ে পড়তে হয়।

সংসার সম্পর্কে দীপিকা আফসোস করে বলেছেন, কখনো এমন হয় যে আমরা এক শহরে থেকেও একে অপরের সঙ্গে থাকতে পারি না। আমরা একে অপরের সঙ্গে বেশি সময় কাটাতে সুযোগ হয়না।

জয়ার ফেরেশতে গোয়া চলচ্চিত্র উৎসবে

যখন দুজন একান্তে সময় কাটাই, তখন সত্যি দারুণ লাগে এ অনুভূতি বলে প্রকাশ করার মতো নয়। এতটুকু সময় চাই যে যাতে অন্তত নিজেদের সুখ-দুঃখ একে অপরের সঙ্গে ভাগ করে নিতে পারব। তবে আমরা দুজনই খুব চেষ্টা করি আমাদের পরিবারের সঙ্গেও সময় কাটাতে।

একের পর এক সিনেমা এখন দীপিকার ঝুলিতে। তাঁকে আগামী দিনেও দেখা যাবে ‘ফাইটার, ‘কল্কি ২৯৯৮ এডি, সিংহাম থ্রি’ ছবিতে। আবার রণবীরেরও আছে ডন থ্রি’র মতো ছবি। শিগগিরই শুরু হবে ছবির শুটিং। এ ছাড়াও ‘সিংহাম-এও গুরুত্বপূর্ণ চরিত্রে তাঁকে দেখা যাবে।

3 thoughts on “দীপিকার কর্মজীবনের কিছু কথা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *