জাতীয়

দুইটি মাছের দাম সারে আঠার লাখ টাকা

দুইটি মাছের দাম সারে আঠার লাখ টাকা

এক জেলের ঝালে ধরা পরল বিশাল আকৃতির ভোল মাছ।বিক্রি করা হয় ২ লাখের বেশী টাকায়।

দুইটি মাছের দাম সারে আঠার লাখ টাকা
দুইটি মাছের দাম সারে আঠার লাখ টাকা

বঙ্গোপসাগর বাগেরহাট জেলার মংলায় শনিবার(২৫ ফেব্রুয়ারী)সন্ধ্যায় মাছটির ক্রেতা আল আমীন মৎস আড়তে নিয়ে আসে।মাছ দুইটির ওজন ৬৩ কেজি ৫০০ গ্রাম।

মংলার মৎস আড়তে মাছ দুইটিকে এক নজড় দেখতে ভির মজায় স্থানীয় জনগন।

খোজ নিলে জানা যায় গত বৃহস্পতিবার রাতে ফারুক নামের এক জেলের ঝালে ধরা পড়ে এই মাছ ২টি।পরে শনিবার সকালে সুন্দর বন দুবলার চড় থেকে আড়ত মালিক মো: আল আমীন ১৮ লাখেরও বেশী টাকা দিয়ে কিনে আনে।

দুইটি মাছের মধ্যে বড়টি ওজন ছিল ৩৬ কেজি ৫০০ গ্রাম আর ছোটটি হল প্রায় ২৭ কেজি।বড়টির দাম ১১লাখ আর ছোটটি ৭৫০ হাজার টাকা।প্রতি কেজি মাছের মুল্য দাড়ায় ২৯ হাজার ১৩৩ টাকা।

জেলে ফারুক মিয়া জানা মাছ ধরার মৌসুম শেষের দিকে,মাছ দুটো পাওয়ায় তারা আনন্দিত।তাদের অনেক লাভ হয়েছে বিক্রি করে।

মাছ গুলোর ক্রেতা মো: আল আমীন জয়মনি ফিসের মালিক তিনি জানান এই ধরনের মাছ অনেক ঝুকি নিয়ে কিনে থাকি কোন সময় লসও হয় আবার অনেক লাভও হয়।মাছগুলো আমরা চট্টগ্রাম পাঠিয়ে থাকি বিক্রির জন্য। 

দীর্ঘ ১০ বছর পর এই ধরনের বিরল প্রজাতির মাচ মংলা মৎস আড়তে দেখা যায়। 

মৎস্য আড়তের সভাপতি জানায় এই মাছের ফুলকা ও পেটি বিদেশে রপ্তানি করা হয়।আরও জানায় এর ফুলকা থেকে মেডিসিন তৈরি করা হয় বলে দাম এত বেশী।

মালেশিয়া, সিংঙ্গাপুর,থাইল্যান্ড, হংকং এই ধরনের মাছের চাহিদা বেশী।জাবা ভোল ও পটো ভোল মাছের বিজ্ঞান সম্মত নাম পুটুনিবিয়া।

2 thoughts on “দুইটি মাছের দাম সারে আঠার লাখ টাকা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *