জাতীয়

জাপানি পর্যটকের সব লুট করে আনন্দভ্রমণে

জাপানি পর্যটকের সব লুট করে আনন্দভ্রমণে

মোহাম্মদপুরের রায়েরবাজার বধ্যভূমি এলাকায় চার দিন আগে দুই জাপানি পর্যটক ছিনতাইয়ের শিকার হন। এ ঘটনায় জড়িত অভিযোগে ৩ জনকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে পুলিশ। পুলিশ জানায়, ছিনতাইয়ের পর তাঁদের ২ জন আনন্দভ্রমণে যান কক্সবাজারে।

ঢাকার শ্যামলীতে পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনারের (ডিসি) কার্যালয়ে আজ শুক্রবার বিকেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, দুই জাপানি পর্যটক গত সোমবার রাতে ছিনতাইয়ের শিকার হন। তাঁদের কাছ থেকে ১ লাখ ৫৩ হাজার ইয়েন, ২৮ হাজার টাকা, দুটি আইফোন, পাসপোর্টসহ অন্যান্য সামগ্রী ছিনিয়ে নেন ৩ জন ছিনতাইকারী। অর্থ ও মালামাল ভাগাভাগির পর আনন্দভ্রমণে কক্সবাজারে যান ২ ছিনতাইকারী। কক্সবাজার থেকে পরে যান চট্টগ্রামের সীতাকুণ্ডে।

তেজগাঁও বিভাগের (ডিসি) সংবাদ সম্মেলনে বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় ও ঘটনাস্থলের আশপাশের এলাকার ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে ছিনতাইকারীদের শনাক্ত করা হয়। তাঁরা হলেন, জিহাদুল ইসলাম (মামুন), খায়রুল ইসলাম (স্বপন) ও আবু রাসেল (প্রত্যয়)। প্রথমে গতকাল বৃহস্পতিবার মোহাম্মদপুরের বোটঘাট এলাকা থেকে খায়রুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। খায়রুলের দেওয়া তথ্যের ভিত্তিতে রায়েরবাজার শুঁটকির আড়তের কাছের একটি মাঠ থেকে দুই জাপানি পর্যটকের পরিচয়পত্র, স্বাস্থ্য কার্ড, ড্রাইভিং লাইসেন্স, দুটি ক্রেডিট কার্ড ও একটি পাসপোর্ট উদ্ধার করা হয়। সীতাকুণ্ড থেকে গ্রেপ্তার করা হয় জিহাদুল ও রাসেলকে। তাঁদের কাছ থেকে একটি আইফোন, ৩০ হাজার জাপানি ইয়েন, একটি ব্লুটুথ ডিভাইস ও একটি পোর্টেবল হটস্পট উদ্ধার করা হয়েছে।

পুলিশের জানায়, ২১ এপ্রিল বাংলাদেশে ঘুরতে আসেন ভুক্তভোগী দুই জাপানি নাগরিক। ২৪ এপ্রিল তাঁরা শুক্রাবাদের একটি হোটেলে ওঠেন। ঐ দিনই রাত সাড়ে আটটার দিকে রায়েরবাজার বধ্যভূমি স্মৃতিসৌধ ও কবরস্থানে ঘুরতে যান। রাত ৯ টার দিকে এই পর্যটকেরা কবরস্থান থেকে বের হওয়ার রাস্তা খুঁজে পাচ্ছিলেন না। এ সময় ৩ যুবক তাঁদের ভুল রাস্তা দেখিয়ে নির্জন স্থানে নিয়ে যান।

রাখি সাওয়ান্তকে হত্যার হুমকি

পরে অস্ত্রের ভয় দেখিয়ে তাঁদের কাছ থেকে সব লুটে নেন। ঘটনাটি হোটেলের ব্যবস্থাপককে জানান পরদিন। ছিনতাইয়ের ঘটনা হোটেলের ব্যবস্থাপক মোহাম্মদপুর থানা-পুলিশকে জানান। এ ঘটনায় ব্যবস্থাপক বাদী হয়ে মামলা করেন। ঘটনার তদন্তে নেমে ছিনতাইকারীদের গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুযায়ী গ্রেপ্তার তিনজনই পেশাদার ছিনতাইকারী।

ভুক্তভোগী জাপানি পর্যটকদের ১ জন সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। এই জাপানি নাগরিক বলেন, তিনি ছিনতাইয়ের শিকার হলেও ছিনতাইকারীদের গ্রেপ্তার করায় খুব খুশি। তিনি পুলিশকে ধন্যবাদও জানান দ্রুত পদক্ষেপ নেওয়ায় জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *