খেলাধুলা

নিউক্যাসল ইউনাইটেড হচ্ছে নেইমারের ঠিকানা

নিউক্যাসল ইউনাইটেড হচ্ছে নেইমারের ঠিকানা

নিউক্যাসল ইউনাইটেড নেইমারকে কিনতে চায় এমন গুঞ্জন অনেক দিন থেকেই ভাসছিল বাতাসে। কিছুদিন আগে নতুন গুঞ্জন ওঠে, প্যারিসে আর থাকার ইচ্ছা নেই নেইমারের, পিএসজি থেকে মন উঠে গেছে তার।

কোনো কিছুই এখন পর্যন্ত নিশ্চিত না হলেও বাতাসের গতি কিন্তু একই পথ ধরে এগোচ্ছে। নিউক্যাসল নাকি নিজেদের প্রস্তুতি নিতে শুরু করেছে মৌসুম শেষেই নেইমারকে দলে ভেড়াতে । এ খবর নিশ্চিত করেছে স্প্যানিশ সংবাদমাধ্যম রেলেভো।

নিউক্যাসল ইউনাইটেড সৌদি মালিকানায় যাওয়ার পর থেকেই ইংল্যান্ডের পাশাপাশি ইউরোপের সেরা ক্লাবগুলোর একটি হওয়ার দিকে মনোযোগ দিয়েছে নিউক্যাসল। খেলোয়াড় বাছাইয়ের ক্ষেত্রে শুরু থেকেই কিছুটা কৌশলী অবস্থান নেয়, ক্লাবের ভিত্তি শক্ত করার দিকেই বেশি নজর ‘ম্যাগপাই’দের। বর্তমান মৌসুমেও ক্লাবটির সম্ভাবনাও বেশ উজ্জ্বল হয়েছে সেরা চারে থাকার। সবশেষ ব্রাইটনকে ৪–১ গোলে হারিয়ে পয়েন্ট তালিকায় নিজেদের অবস্থান আরও দৃঢ় করেছে নিউক্যাসল ইউনাইটেড।

৩৬ ম্যাচ শেষে ৬৯ পয়েন্ট নিয়ে ৩ নম্বরে আছে নিউক্যাসল। নাটকীয় পতন না ঘটলে সেরা ৪ থেকে লিগ শেষ করবে, আগামী মৌসুমে ক্লাবটির চ্যাম্পিয়নস লিগে খেলা অনেকটাই নিশ্চিত। আর প্রাথমিক লক্ষ্য পূরণ হলে নতুন করে দল গোছানোয় হাত দেবেন নিউক্যাসল ইউনাইটেড।

ইউরোপীয় শ্রেষ্ঠত্বের মঞ্চকে মাথায় রেখে আগামী মৌসুমের জন্য নিউক্যাসল নাকি এমন খেলোয়াড় আনতে চায়, যাঁরা কিনা পার্থক্য গড়ে দিতে পারেন। মূলত এ কারণেই নেইমারকে নিয়ে ক্লাবটির এত আগ্রহ। ক্লাবটির বিশ্বাস, নেইমারকে পেলে ক্লাবের ব্র্যান্ড মূল্য বাড়ার পাশাপাশি মাঠের খেলায়ও বিশেষ পরিবর্তন আসবে। এরই মধ্যে নেইমারের প্রতিনিধিদলের সঙ্গে নিউক্যাসলের প্রতিনিধি নাকি কথাও বলেছে।

এতটা ভালোবাসা পাবেন ভাবতেও পারেননি

এদিকে নাকি পিএসজি ছাড়তে চান নেইমার নিজেও। প্যারিসের ক্লাবটি ২০১৭ সালে বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড় হিসেবে নেইমারকে কিনেছিল। প্রত্যাশা পূরণ না হওয়ায় পিএসজি কর্তৃপক্ষ নাকি খুশি নয় নেইমারের ওপর। গত কয়েক মৌসুম ধরে চ্যাম্পিয়নস লিগে এখন পর্যন্ত কাঙ্ক্ষিত সেই সাফল্য ধরা দেয়নি।

কদিন আগে নেইমারের ক্লাব ছাড়ার দাবিতে তাঁর বাড়ির সামনে স্লোগান দিয়েছেন সমর্থকেরা, শুধু ক্লাবই নয়, তাঁকে নিয়ে অখুশি সমর্থকেরা। নেইমার নিজেও নাকি এসব নিয়ে বিরক্ত। যে কারণে নেইমার নিজেও আগামী দলবদলে নতুন ক্লাবের সন্ধানে আছেন। পিএসজির সঙ্গে তাঁর বর্তমান চুক্তির মেয়াদ ২০২৫ সাল পর্যন্ত।

স্প্যানিশ সংবাদমাধ্যম রেলেভো অবশ্য বলছে নেইমারের সঙ্গে চুক্তিটা খুব সহজে হওয়ার নয় নিউক্যাসলের। কিছু জটিলতাও হতে পারে আর্থিক শর্তে দুই পক্ষের সমঝোতায় আসা নিয়ে। এর আগে নিউক্যাসল কোচ এডি হাউ রোনালদো-নেইমারের মতো তারকাদের দলে টানা নিয়ে কথাও বলেছিলেন।

সে সময় হাউ নিজেও প্রধান প্রতিবন্ধকতা বলে উল্লেখ করেছিলেন আর্থিক সীমাবদ্ধতাকে। নিউক্যাসল কোচ তখন বলেছিলেন, তারা (রোনালদো–নেইমার) বিশ্বের সেরা খেলোয়াড়। তাদের কেনার সামর্থ্যের কাছাকাছিও যেতে পারি না আমরা। বর্তমানে তাদের বেতন এবং ট্রান্সফার ফি দেওয়ার মতো অবস্থান আমাদের নেই। তাই তরুণ খেলোয়াড় খুঁজে তাদের গড়ে তুলতে হবে।

One thought on “নিউক্যাসল ইউনাইটেড হচ্ছে নেইমারের ঠিকানা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *