খেলাধুলা

রিয়াল–বার্সা মুখোমুখি

রিয়াল–বার্সা মুখোমুখি

ফুটবলে বাড়তি উত্তাপ মানেই রিয়াল মাদ্রিদ-বার্সেলোনার ম্যাচ। বিশ্বব্যাপী কোটি ফুটবলপ্রেমী এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী স্প্যানিশ প্রতিপক্ষের লড়াই দেখতে উন্মুখ থাকেন। দুই দলের বৈশ্বিক জনপ্রিয়তাকে মাথায় রেখে কয়েক বছর ধরে স্পেনের বাইরেও আয়োজন করা হচ্ছে ‘এল ক্লাসিকো’র দ্বৈরথ।

সৌদি আরব স্প্যানিশ সুপার কাপে সবশেষ ৪ আসরের তিনটিই আয়োজন করেছিল। এ ছাড়া গত বছরও মার্কিন দেশে এল ক্লাসিকোর প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছিল তারা। সে ধারাবাহিকতায় আবারও এল ক্লাসিকো আয়োজনে এগিয়ে এসেছে যুক্তরাষ্ট্র, শুধু এটুকুই নয়, স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মার্কা’ জানিয়েছে, ডালাসে আয়োজিত ম্যাচটিকে ইতিহাসের সবচেয়ে দামি ম্যাচ হিসেবে বিবেচনা করা হচ্ছে। ম্যাচটি হওয়ার কথা রয়েছে আগামী ২৯ জুলাই।

এটি অ্যান্ড টি স্টেডিয়ামের এই ম্যাচে টিকিটের মূল্য কাতার বিশ্বকাপ ফাইনালের টিকিটের দামের চেয়েও বেশি। ম্যাচে টিকিটের গড় মূল্য হবে ৪৬৬ ইউরো বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫৪ হাজার টাকা। ম্যাচের ভেন্যু এটি অ্যান্ড টি স্টেডিয়ামটি মূলত টেক্সাসের আর্লিংটনে অবস্থিত, যেটি ডালাস কাউবয়েজের ঘরের মাঠ, মাঠের ধারণক্ষমতা ৮০ হাজার।

এই ম্যাচ সামনে রেখে টিকিট বিক্রি এরই মধ্যে শুরু হয়েছে। যেখানে টিকিটের দাম রাখা হয়েছে ১৯০ ইউরো থেকে এক হাজার ২৪৬ ইউরো পর্যন্ত। এই তালিকার বাইরে রাখা হয়েছে ঘাসের বেঞ্চের ৪০ টি টিকিটকে, যেগুলোর দাম ২,৩১৯ ইউরো থেকে ২,৮৭৮ ইউরো পর্যন্ত।

উচ্চ মূল্যের পরও মার্কিন ফুটবল সমর্থকদের আগ্রহের কারণে ধারণা করা হচ্ছে টিকিট হয়তো দ্রুতই ফুরিয়ে যাবে। গত বছর রিয়াল-বার্সেলোনার লড়াই দেখতে মার্কিন ফুটবলপ্রেমীদের তুমুল আগ্রহ দেখা গিয়েছিল। সেই বারও আলেজায়ান্ট স্টেডিয়ামে দর্শকদের উপচে পড়া ভিড় দেখা গিয়েছিল। ম্যাচটিতে জিতেছিল বার্সা ১-০ গোলে।

নিউক্যাসল ইউনাইটেড হচ্ছে নেইমারের ঠিকানা

গতবারের মতো এবারও ম্যাচ দেখতে দর্শকদের ঢল নামবে আয়োজকদের প্রত্যাশা। এল ক্লাসিকোর এই ম্যাচের টিকিটের দাম অন্য যেকোনো ট্যুর ম্যাচের চেয়ে বেশি রাখা হয়েছে। হিউস্টনে রিয়াল মাদ্রিদ-ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যাচের টিকিটের দাম রাখা হয়েছে ১৩৬ থেকে ছয়শত ৬১ ইউরোর মধ্যে। আর লাস ভেগাসে মিলান-বার্সা ম্যাচের টিকিটের দাম রাখা হয়েছে ৯৯ থেকে চারশত ৯৮ ইউরো।

গত বছরের কাতার বিশ্বকাপ ফাইনালের টিকিটের দাম রাখা হয়েছিল ২০০ থেকে ১ হাজার ৬০০ ইউরো পর্যন্ত। তবে টিকিটের গড় দাম ছিল ৪০০ ইউরো।

One thought on “রিয়াল–বার্সা মুখোমুখি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *