এমবাপেকে আল-হিলাল রেকর্ড চুক্তিতে
এমবাপেকে আল-হিলাল রেকর্ড চুক্তিতে
সৌদি আরবের ফুটবল ক্লাব আল-হিলাল ফ্রান্সের তারকা ফুটবলার কিলিয়ান এমবাপেকে ২,৭০০ কোটি টাকার অফার দিল। তা নিয়ে কোনও সন্দেহ নেই এটা ফুটবল বিশ্বে যে একটা নয়া রেকর্ড হতে চলেছে। আল-হিলাল PSG-কে তারকা ফুটবলার কিলিয়ান এমবাপেকে দলে নেওয়ার জন্য ৩০০ মিলিয়ন ইউরো অফার করেছে, এই অফারের পর এমবাপের বর্তমান ক্লাব তাঁকে আলোচনা করার অনুমতি দিয়ে দিয়েছে। যদি এই চুক্তি বাস্তবায়িত হয় তাহলে ফুটবল বিশ্বের ইতিহাসে সব থেকে বেশি ট্রান্সফার ফি।
এমবাপের বর্তমান ক্লাব PSG সঙ্গে নাকি তাঁর ঝামেলা চলছে গত কয়েকমাস ধরেই শোনা যাচ্ছিল এমন আলোচনা। সে কারণেই ২০২৪ সালের পর ক্লাবের পক্ষ থেকে চুক্তি আর বর্ধিত না করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ফলে তিনি ক্লাব ছাড়তেই পারে ফ্রি এজেন্ট হিসেবে। এমবাপের বর্তমান ক্লাব PSG বর্তমান ট্রান্সফার উইন্ডোতেই অন্য কোনও ক্লাবে তাঁকে বিক্রি করে দেওয়া হতে পারে।
এমবাপে গত মাসেই জানিয়ে দিয়েছিলেন যে, ২০২৪ সালের পর পিএসজি’র সঙ্গে চুক্তি তিনি আর বাড়াতে চান না। এমবাপের এই বক্তব্য শুনে ক্লাবও যারপরনাই হতবাক হয়ে যায়। কিলিয়ান এমবাপে ২০২২ সালে পিএসজি ক্লাবের সঙ্গে চুক্তি করেছিলেন এবং সেইসময় তিনি ২০২৫ সাল পর্যন্ত থাকার প্রতিশ্রুতিও দেন। এমবাপে এবং PSG ‘র মধ্যে হওয়া এই চুক্তি অনুসারে ২০২৪ সাল পর্যন্ত তিনি এই ক্লাবের হয়ে খেলবেন। ২০২৪ সালের জুন মাসের পর তিনি এই চুক্তি আরও ১ বছর বাড়াতে পারেন। এমবাপে চুক্তি শেষ হওয়ার ১ বছর আগেই চিঠি লিখে ক্লাব কর্তৃপক্ষকে জানিয়ে দেন যে ২০২৪ সালের পর তিনি আর চুক্তি বাড়াতে চান না।
ট্রেন সার্ভিস চালুর চট্টগ্রাম-কলকাতা
এই পরিস্থিতিতে ফরাসি এই ফুটবল ক্লাব সৌদি আরবের ক্লাব আল হিলাল এমবাপেকে যে দুই হাজার ৭০০ কোটি টাকার চুক্তি অফার করেছে, সেই ব্যাপারে আলোচনার অনুমতি দিয়েছে। গত বছর স্প্যানিশ ফুটবল ক্লাব রিয়াল মাদ্রিদ কিলিয়ান এমবাপেকে দলে টানার জন্য ১,৬০০ কোটি টাকা অফার করেছিল। এক্ষেত্রে যদি এমবাপে অফারটি স্বীকার করেন, তাহলে তারপরই ট্রান্সফার সম্ভব হবে।
২০১৮ সালে কিলিয়ান এমবাপে পিএসজি ক্লাবের সঙ্গে যুক্ত হয়েছিলেন ১,৪০০ কোটি টাকার বিনিময়ে তাঁকে এই ক্লাবে সই করানো হয়েছিল। কিলিয়ান এমবাপে ২০২২ সালে আয়োজিত ফিফা বিশ্বকাপে ফ্রান্সের হয়ে অসাধারণ পারফরম্যান্স করেছিলেন। যদিও ফাইনাল তিনি নিজের দলকে জেতাতে পারেননি।
Pingback: সিঙ্গেল মাদার বাড়ছে চীনে - Amader Khabar