পাপনের কি যাদুতে বদলে গেছেন নাজমুল হোসেন শান্ত…
সাকিবদের এমন পারফরম্যান্সে খুশি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নাজমুল হাসান পাপন। লড়াই করেও ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিততে পারেনি বাংলাদেশ। দুই ফরম্যাটের বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে টি-২০ সিরিজে হারিয়ে ওই শোধ নেয় টাইগাররা।
এ প্রসঙ্গে বিসিবি সভাপতি বলেন, ‘নতুন যারা এসেছে তারা সবাই বেশ ভালো খেলেছে। দুর্দান্ত সিরিজ জয়ে তরুণদের অবদানকে বড় করে দেখছেন বিসিবি প্রধান। বিশেষ করে নাজমুল হোসেন শান্তকে প্রশংসায় ভাসিয়েছেন এই বোর্ড প্রধান। যদিও কেউই তেমন নতুন নয়, তবে শান্ত ধারাবাহিক ভাবে ভালো খেলে আসছে। বেশ কিছুদিন ধরেই সে নিয়মিত পারফর্ম করছে মাসখানেক আগেও শান্তর টেকনিক, টেম্পরামেন্ট, স্কিল আর স্ট্রাইকরেট নিয়ে ব্যঙ্গ-বিদ্রুপ করেছে সমর্থকেরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ বাঁহাতি ব্যাটারের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে সবাই। সব কিছুকে পেছনে ফেলে এবারের বিপিএলে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন তিনি। সেই ধারা বজায় রেখেছেন ইংলিশদের বিপক্ষে সিরিজও।
বিসিবি সভাপতি বলেন, সেই সমালোচকদের সব সমালোচনার জবাব নিজের ব্যাটিং দিয়ে দিয়েছেন নাজমুল হোসেন শান্ত। চট্টগ্রামের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ১৭০ স্ট্রাইকরেটে হাফসেঞ্চুরি পূর্ণ করেই আউট হয়েছিলেন শান্ত। ওই ম্যাচ শেষে পাপন তাকে বলেছিলেন একটি কথা। বিসিবি সভাপতির সে কথা মিরপুরে দ্বিতীয় টি-টোয়েন্টিতে অক্ষরে অক্ষরে পালন করেছেন শান্ত।
পাপন বলেন, চট্টগ্রামে প্রথম ম্যাচ জেতার পর মাঠে আমার সঙ্গে যখন শান্তর দেখা হয়, আমি শুধু ওকে একটা কথাই বলেছিলাম, সে জন্য যে হয়েছে তা না। একটাই কথা বলেছিলাম তুমি আউট হলে কেন? শেষ করতে এসে তোমার শেষ করা উচিত ছিল। খুব ভালো খেলেছ, ভালো কথা। কিন্তু তোমার শেষ করে আসা উচিত ছিল। আজকে শান্ত শেষ করেই এসেছে।