স্বাস্থ্য ও পুষ্টি

ভ্রু পাতলা বা ঝরছে কি?

চুল ঝরা নিয়েতো সমস্যা কিন্তু এখন দেখছেন প্রতি দিন দু-চারটে করে ভ্রুও ঝরে যাচ্ছে। যদিও মাথায় খুশকি হলে চুলের সঙ্গে সঙ্গে ভ্রুও পাতলা হয়ে যায়। তবে পুষ্টিবিদদের মতে, মাথায় খুশকি না হলেও শরীরের আভ্যন্তরীণ কিছু কিছু সমস্যার কারনে ভ্রু পাতলা হয়ে যায়। চলুন জেনে নেই সমস্যা গুলো সম্পর্কে…

xr:d:DAFYj5wwcLQ:67,j:6209162,t:23030205

সমস্যা যখন বয়সজনিত,
সকল সুন্দর কালের নিয়মে একদিন তা নষ্ট হবে-ই। তা মেনে নেওয়াই ভাল। মহিলাদের ক্ষেত্রে বয়স ৪৫ থেকে ৫০ এর পর এই ধরনের সমস্যা বাড়তে পারে। কারণ ঋতুবন্ধের পর শরীরে নানা রকম হরমোনের ঘাটতি হতে থাকে। তাই চুলের মতোই ভ্রুর লোম ঝরে যাওয়া টাও অস্বাভাবিক নয়।

অ্যালোপেশিয়া.
ভুরুতেও হতে পারে এই রোগ। অ্যালোপেশিয়া হলে মাথার কিছু কিছু জায়গায় যেমন চুল ঝরে ফাঁকা হয়ে যায় তেমনই এ ছাড়া মাথায় খুশকি হলেও সেখান থেকে ভ্রু ঝরে যেতে পারে।

থাইরয়েডের অভাব.
অনেকেই জানেন না যে, থাইরয়েড হরমোনের ভারসাম্য বিঘ্নিত হলে কিন্তু ভ্রুর লোম ঝরে পড়ে। চিকিৎসকদের মতে, থাইরয়েড গ্রন্থির অধিক সক্রিয়তা বা একেবারে কাজ না করা, দুই পরিস্থিতিতেই ভ্রুর লোম ঝরে যেতে পারে।

অপুষ্টিজনিত সমস্যা.

ভিটামিন ডি এবং বি, জিঙ্ক আয়রন এর ঘাটতি হলে চুলের মতো ভ্রুও ঝরে পড়ে। তাই বাইরে থেকে পরিচর্যার পাশাপাশি প্রয়োজন ভেতর থেকে শরীরে পুষ্টির জোগান দেওয়া।

ঘন ঘন ভ্রু তোলা.
আনেক সময় ঘন ঘন ভ্রু তোলেন এতে ভুরু পাতলা হয়ে যেতে পারে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *