খেলাধুলা

পাকিস্তানের পথে লিটন

পাকিস্তানের পথে লিটন

লিটন দাস শারীরিকভাবে সুস্থ হয়ে ওঠায় এশিয়া কাপে খেলতে আর বাঁধা নেই। টাইগার ওপেনার লিটন দাস এশিয়া কাপে সুপার ফোর খেলতে আজ সন্ধ্যায় পাকিস্তান যাচ্ছেন।

লিটন দাস জ্বরে কারণে এশিয়া কাপ থেকে ছিটকে পড়েছিলেন। লিটন দাস ছিটকে পরার মতো টাইগাররাও প্রায় ছিটকে পরছিল টুর্নামেন্ট থেকে। মিরাজ-শান্তদের ক্রিকেট নৈপুণ্যে শেষমেশ সুপার ফোর নিশ্চিত করে টাইগাররা। এমন স্বস্তির মধ্যে আরো একটা সুখবর খবর হলো সুপার ফোরে খেলতে পাকিস্তান যাচ্ছেন লিটন।

তামিম ইনজুরি কারণে এশিয়া কাপ থেকে নিজেকে আগেই সরিয়ে নেন। এরপর সাইফের ডেঙ্গু, লিটনের জ্বর সব মিলিয়ে ওপেনিং নিয়ে চরম দুশ্চিন্তায় পরে যায় দল। টাইগারদের প্রথম ম্যাচের ২৪ ঘন্টা আগে, ৩২ জনের এশিয়া কাপ স্কোয়াডের বাইরে থাকা ডাক পরে এনামুল বিজয়ের।

বিজয়কে তড়িঘড়ি করে লঙ্কায় উড়িয়ে নিলেও প্রথম ম্যাচে জায়গা হয় সাইডবেঞ্চে। ওপেনিংয়ে ডেব্যু হয় তানজিদ তামিমের। তবে প্রথম ম্যাচে ওপেনিংয়ের দায়িত্ব নিতে পারেনি দুজনের একজনও। ফলাফল ব্যাটিং ব্যর্থতায় লঙ্কানদের বিপক্ষে বড় পরাজয়।

পদ্মা সেতু ট্রেন চলাচলের ১০ অক্টোবর

এশিয়া কাপে লঙ্কানদের বিপক্ষে হারে টিকে থাকার সমীকরণ টাইগারদের সামনে। লাহোরে আফগানদের বিপক্ষে মেকশিফট ওপেনিংয়ে মিরাজেই ভরসা করে টিম ম্যানেজমেন্ট। মিরাজ ১১৯ বলে ১১২ রানের অনবদ্য ইনিংস উপহার দিয়ে দলকে জয় এনে দেন। ঘুরেফিরে যখন সুপার ফোরে ওপেনিং নিয়ে দুশ্চিন্তা। তখন খুশির খবর দলে যোগ দিতে পাকিস্তানের পথে লিটন দাস।

বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন আগেই জানিয়েছিলেন, টাইগাররা যদি সুপার ফোরে যায় লিটন পুরোপুরি সুস্থ হলে দলের সাথে যোগ দেবেন। তাই আজ রাত ৯টায় কাতার হয়ে পাকিস্তান যাচ্ছেন লিটন দাস। আগামী ৬ সেপ্টেম্বর, টাইগারদের সুপার ফোরের ম্যাচ। যদি লিটন ওপেন করেন তবে হয়তো কাটা পড়তে পারেন নাইম শেখ। সেক্ষেত্রে মিরাজ- লিটন কে দেখা যেতে পারে ওপেনিংয়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *