২০৩০ বিশ্বকাপের শতবার্ষিকী আসর আয়োজনের লড়াই
২০৩০ বিশ্বকাপের শতবার্ষিকী আসর আয়োজনের লড়াই
২০৩০ বিশ্বকাপ আয়োজন করার দায়িত্ব পাওয়া এই অঞ্চলের জন্য অনেকটা অধিকারের পর্যায়ে পড়ে। দক্ষিণ আফ্রিকার ফুটবল কনফেডারেশনের (কনমেবল) মতে, সংস্থার সভাপতি আলেহান্দ্রো দোমিনগেস ফিফাকে সর্তক করে দিয়ে বলেছেন, অলিম্পিকের শতবর্ষ আয়োজনের মতো ভুল যেন ফুটবল বিশ্বকাপে না করা হয়।
২০৩০ আসর দিয়ে ফুটবল বিশ্বকাপের ১০০ বছর পূর্ণ হবে। ১৯৩০ সালে উরুগুয়েতে শুরু হয়েছিল ফুটবলের এই বৈশ্বিক আসর, ক্রমে যা রূপ নিয়েছে বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় ক্রীড়া উৎসবে। বিশ্বকাপের শতবার্ষিকী আসর আয়োজনের লড়াইয়ে যৌথভাবে আছে দক্ষিণ আমেরিকার চার দল প্রথম আসরের আয়োজক উরুগুয়ে আর্জেন্টিনা, চিলি ও প্যারাগুয়ে।
তারা এরমধ্যেই ‘হুন্তস’ স্লোগান নিয়ে প্রচারণা শুরু করেছে, স্প্যানিশ ভাষার যে শব্দের অর্থ একত্রে কিংবা একসঙ্গে। শুধু এই চার দেশের জন্য নয়, আয়োজক হওয়ার লড়াইকে গোটা মহাদেশের জন্য চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে কনমেবল। কনমেবল মনে করে যে মহাদেশে বিশ্বকাপ শুরু হয়েছিল শতবর্ষের আয়োজন সেখানেই হওয়া উচিত। সংস্থাটির ৭৬তম কংগ্রেসে শুক্রবার সভাপতি দোমিনগেস বলেন, ২০৩০ আসর অন্য আসরগুলোর মতো স্রেফ আলাদা কোনো আসর নয়।
এথেন্সকে অলিম্পিক গেমস [১৯৯৬ সালে] আয়োজনের দায়িত্ব না দিয়ে যে ভুল করা হয়েছিল তা যেন এখানে না হয়। ইতিহাসকে সম্মান জানানোর জন্য ফুটবল বিশ্বকাপের শতবার্ষিকী আসর আয়োজনের দায়িত্ব আমাদেরই পাওয়া উচিত।
ফিফা সভাপতি ইনফান্তিনো আপনার প্রতি আমার আবেদন, এটা স্রেফ ২০৩০ বিশ্বকাপ নয়, এটা শতবার্ষিকী কাপ। বিশ্বকাপের ১০০ বছর দক্ষিণ আমেরিকায় উদযাপনের কোনো পথ খুঁজে বের করুন। বিশ্বকাপ ২০৩০ আয়োজনে দক্ষিণ আমেরিকার চার দেশের সঙ্গে লড়াইয়ে আছে যৌথভাবে পর্তুগাল, স্পেন ও মরক্কো। অবশ্য স্পেন ও পর্তুগালের সঙ্গে ইউক্রেন থাকবে বলে জানা গিয়েছিল। যুদ্ধের কারণে ইউক্রেনের এখন আর সেই বাস্তবতা নেই। সপ্তাহ দুয়েক আগে মরক্কো ইউরোপের দুই দেশের সঙ্গী হয়। ফিফার কংগ্রেসে সদস্যদের ভোটে চূড়ান্ত হয় স্বাগতিক হবে কোন দেশ বা কোন কোন দেশ। আগ্রহী দেশগুলোর প্রস্তাব বিবেচনা করে ফিফা একটি সংক্ষিপ্ত তালিকা করে শুরুতে। তার পর ২০৩০ বিশ্বকাপের আয়োজক নির্ধারণে ভোট হতে পারে আগামী বছরের সেপ্টেম্বরে।
১৮৯৬ সালে এথেন্সে বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া উৎসব অলিম্পিক গেমস শুরু হয়েছিল। এই গেমসের শতবর্ষের আসরটি হয়েছিল ১৯৯৬ সালে যুক্তরাষ্ট্রের আটালান্টায়। পরে ২০০৪ অলিম্পক গেমস আয়োজনের দায়িত্ব পায় এথেন্স।