আন্তর্জাতিক

লিবিয়ায় বন্যায় নিখোঁজ ১০ হাজার

লিবিয়ায় বন্যায় নিখোঁজ ১০ হাজার

গত সোমবার সংঘটিত ঘূর্ণিঝড় ড্যানিয়েলের প্রভাবে লিবিয়ার পূর্বাঞ্চলে প্রবল বৃষ্টি হয়েছে। এই বৃষ্টির চাপে দারনা শহরের নিকটবর্তী নদীতে দেওয়া ২ টি বাঁধও ধ্বসে গেছে। ফলে সেখানে দেখা দিয়েছে বিপর্যয়কর পরিস্থিতি, দেখা দিয়েছে বন্যা। খবর এপি, বিবিসি, সিএনএন ও আলজাজিরার।

লিবিয়ার পূর্বাঞ্চলের স্বঘোষিত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তারেক আল খারাজ জানিয়েছেন, ভয়াবহ বন্যার পানিতে ডুবে বা ভেসে গিয়ে এখন পর্যন্ত প্রাণহানি হয়েছে পাঁচ হাজার ২০০ লোকের। অবশ্য তারেক আল খারাজরের এই মন্তব্যের পর আরও ১০০ লোকের প্রাণহানির খবর পাওয় গেছে। আন্তর্জাতিক দাতব্য সংস্থা রেড ক্রিসেন্ট জানিয়েছে, বন্যায় কমপক্ষে ১০ হাজার লোককে সমুদ্রের দিকে ভাসিয়ে নিয়ে গেছে।

স্মৃতি শক্তি বাড়াতে জায়ফল

এদিকে স্থানীয় কর্তৃপক্ষের জানিয়েছেন, দারনা শহর পুরোই ভেসে গেছে। বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত শহরটির অ্যাম্বুলেন্স সোসাইটি জানিয়েছে, শুধুমাত্র এই শহরেই দুই হাজার ৩০০ লোক নিহত হয়েছেন।

এই বন্যাকে অনেকে সুনামির মতো’ বলেও আখ্যায়িত করেছেন। যারা সমুদ্রের পানিতে ভেসে গেছেন, তাদের মরদেহ পানি থেকে উদ্ধারে হিমশিম খাচ্ছেন উদ্ধারকারীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *