তথ্য ও প্রযুক্তি

হাইব্রিড রকেট ইঞ্জিনের সফল পরীক্ষা বাংলাদেশের

হাইব্রিড রকেট ইঞ্জিনের সফল পরীক্ষা বাংলাদেশের

হাইব্রিড রকেট ইঞ্জিনের সফল পরীক্ষা হয়েছে বাংলাদেশে এই প্রথম। সম্প্রতি এই পরীক্ষা চালানো হয় অ্যামেচার এক্সপেরিমেন্টাল রকেট্রি ঢাকা (এইআরডি) এবং আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের (এআইইউবি) ডা. আনোয়ারুল আবেদীন ইনস্টিটিউট অব ইনোভেশনের সহযোগিতায়।

হাইব্রিড রকেট ইঞ্জিনের সফল পরীক্ষার সময় এইআরডির সদস্যদের অভিভাবক সহ ব্র্যাক, এনএসইউ ও এআইইউবির শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এইআরডির সদস্যদের মধ্যে ছিলেন স্যাম কুই, ইয়ান মেসারভে, সুজু হেন বালডুইন চেন, রাজিন আলি, মুশফিকুর শাদিন, শাহজাইব মুয়াজ আবেদীন, এন এম সাইফ কবির, আনহা ইসলাম, ইয়োহান কুলিবালি, লিয়াম অলিভার নোভাক, ইওজিন কিম। সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

সহজেই দূর হবে বগলের কালো দাগ

এইআরডির প্রকল্প প্রধান সুজু হেন বালডুইন চেন বলেন, অনেক দিনের কঠোর পরিশ্রম ও তথ্য–উপাত্ত সংগ্রহ করার পর অবশেষে বাংলাদেশে এই প্রথম হাইব্রিড রকেট ইঞ্জিনের সফল পরীক্ষা করতে সক্ষম হয়েছি। আমাদের দলের প্রত্যেক সদস্যের মধ্যে হাইব্রিড রকেট ইঞ্জিনের সফল পরীক্ষা অন্য রকম অনুভূতি তৈরি করেছে। এইআরডির সিএসপ্রধান শাহজাইব মুয়াজ আবেদীন বলেন, আমরা অনেক দূর এসেছি আর থেমে থাকার পরিকল্পনা করছি না। এইআরডির হাইব্রিড রকেট ইঞ্জিনের পরীক্ষা সামনে অব্যাহত থাকবে। এ ছাড়া যাঁরা মহাকাশ অনুসন্ধান এবং রকেট্রি বিষয়ে আগ্রহীদের জন্য এইআরডিতে গবেষণা উন্মুক্ত রয়েছে।

5 thoughts on “হাইব্রিড রকেট ইঞ্জিনের সফল পরীক্ষা বাংলাদেশের

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *