খেলাধুলা

এশিয়ান গেমসে পদক পেলো নারী ক্রিকেট দল

এশিয়ান গেমসে পদক পেলো নারী ক্রিকেট দল

এশিয়ান গেমসে বাংলাদেশ নারী ক্রিকেটে ব্রোঞ্জ পদক জিতেছে। এবারের এশিয়ান গেমসের আসরে এটি যেকোনো ইভেন্টে বাংলাদেশের প্রথম পদক।

চীনের হাংজুর পিংফেং ক্যাম্পাস ক্রিকেট ফিল্ডে সোমবার ২৫ সেপ্টেম্বর, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়েছে নিগার সুলতানা জ্যোতিরা। পাকিস্তান আগে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৯ উইকেটে করে ৬৪ রান। বাংলাদেশ লক্ষ্য অতিক্রম করে ৫ উইকেটে ১৮.২ ওভারেই।

মারুফা আক্তার পাকিস্তান ইনিংসের পঞ্চম বলেই ধাক্কায় শাওয়াল জুলফিকার শূন্য রানে বোল্ড হন। পরের ওভারে আরেক ওপেনার আমিনকে (১) মারুফার ক্যাচ বানান নাহিদা আক্তার। তারপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে পাকিস্তান। ১৫তম ওভারে জোড়া আঘাত করেন স্বর্ণা আক্তার শেষ ওভারেও একটি উইকেট নিয়ে তিনি বাংলাদেশের সফল বোলার। আলিয়া রিয়াজ পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ ১৭ রান করেন। অধিনায়ক নিদা দার ১৪ রানে উল্লেখযোগ্য অবদান রাখেন।

মায়ের শিক্ষা ও বিউটি পার্লারে সেজে ছিনতাই

বাংলাদেশ ৬৫ রানের লক্ষ্যে নেমে শামীমা সুলতানা ও সাথি রানীর ওপেনিং জুটিতে ভালো শুরু করে। এই জুটি ভাঙে পঞ্চম ওভারে। শামীমা সুলতানা করেন ১৩ রান। নাশরা সান্ধু টানা তিন ওভারে ১৩ রানের ব্যবধানে তিন উইকেট নিলে বিপদে পড়ে বাংলাদেশ। এই বিপদ কাটিয়ে ওঠে স্বর্ণার ব্যাটে হাল ধরেন। জয় থেকে ৮ রান দূরে থাকতে তার সঙ্গী রিতু ৭ রানে থামেন।

বাকি পথ পাড়ি দেন স্বর্ণা ও সুলতানা খাতুন। স্বর্ণা ইনিংস সেরা ১৪ রানে অপরাজিত ছিলেন। এর আগে ২০১৪ সালের ফাইনালে পাকিস্তানের কাছে হেরে বাংলাদেশ রৌপ্য পদক জিতেছিল। এবার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে সেই দলকে হারিয়ে ব্রোঞ্জ জিতলো। ৯ বছর পর এশিয়ান গেমসে পদক পেলো নারী ক্রিকেট দল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *