খবর জানাতে না হাথুরুসিংহের
খবর জানাতে না হাথুরুসিংহের
এবারের এশিয়া কাপের সফরসূচিতে বিড়ম্বনা থাকবে, তা বাংলাদেশের আগেই জানা। শ্রীলঙ্কার পর্বতে ঘেরা শহর ক্যান্ডি থেকে শুরু বাংলাদেশ দলকে যেতে হয় পাকিস্তানের লাহোরে। সেখান থেকে আবার শ্রীলঙ্কার কলম্বোতে ফিরেছে বাংলাদেশ দলের এশিয়া কাপ–যাত্রা। বাংলাদেশ দলকে মানিয়ে নিয়েই খেলতে হবে এশিয়া কাপ এ নিয়ে অভিযোগের কিছু নেই।
কাজটা কঠিন করে তুলছে শ্রীলঙ্কা ও পাকিস্তানের কন্ডিশন। আজ কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামের সংবাদ সম্মেলনকক্ষে শ্রীলঙ্কার বিপক্ষে সুপার ফোর পর্বের ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে এ কথাই বললেন, আমরা দেশের বাইরে খেলছি। আর দুটি দেশের কন্ডিশনই ভিন্ন। বিশেষ করে লাহোর আর কলম্বো, বিরাট পার্থক্য। এটাই চ্যালেঞ্জ, তবে এটা ভালো চ্যালেঞ্জ যা আমাদের উতরাতে হবে।
এবারের এশিয়া কাপে এখন পর্যন্ত তিনটি ম্যাচ খেলেছে বাংলাদেশ দল, এর মধ্যে দুটিতে ২০০ রান করতে পারেনি। সে দুটি ম্যাচই বাংলাদেশ হেরেছে। যে ম্যাচটা জিতেছে, সে ম্যাচে বাংলাদেশের রান ছাড়িয়েছে ৩০০। দলকে ব্যাটিং ধারাবাহিকতার সমস্যাও কাটিয়ে উঠতে হবে। আরও একটি ম্যাচের আগে তাই বাংলাদেশের ব্যাটিং নিয়েই আলোচনা বেশি হচ্ছে।
একই দুশ্চিন্তা টিম ম্যানেজমেন্টেরও অন্তত হাথুরুসিংহের কথায় তা বোঝা গেল, আমরা জানি আগের ম্যাচগুলোতে কী হয়েছে। ভিন্ন কন্ডিশন আমরা ভিন্ন প্রতিপক্ষের বিপক্ষে শেষ দু-তিনটি ম্যাচ খেলেছি। এসব ক্ষেত্রে কন্ডিশন অনেক বড় চ্যালেঞ্জ আমরা জানি, আমরা এর চেয়েও ভালো করতে পারি। আমাদের অধারাবাহিকতার বিষয়টি মাথায় রাখতে হবে। চেষ্টা করতে হবে সামনে যেন আরও ভালো করা যায়।
ব্যালন ডি’অর দৌঁড়ে রয়েছেন মেসি
মোহাম্মদ নাঈমের সঙ্গে এশিয়া কাপের সর্বশেষ দুই ম্যাচ ওপেন করেছেন মেহেদী হাসান মিরাজ। ১ ম্যাচে করেছেন সেঞ্চুরি, আরেকটিতে কোনো রান না করেই আউট। ব্যাটিং সমস্যার আলোচনায় বাংলাদেশ দলের ওপেনিং জুটির বিষয়টি চলে আসে। শ্রীলঙ্কার বিপক্ষে আগামীকালের ম্যাচেও কি মিরাজকে ওপেনিংয়ে দেখা যাবে? নাকি নিয়মিত ওপেনার লিটন দাস ফিরবেন।
অবশ্য এ তথ্য এখনই সবাইকে জানাতে রাজি নন হাথুরুসিংহ। সংবাদ সম্মেলনে এ নিয়ে তাঁকে প্রশ্ন করা হলে তিনি উল্টো প্রশ্ন করেন, আপনি আমাকে ভেতরের খবর জানিয়ে দিতে বলছেন? আমি তো শ্রীলঙ্কার কোচকে একটু আগেই এখানে দেখলাম। পরে তিনি আরও যোগ করেন, আমরা এটা নিয়ে ভাবছি। তবে এখনো সিদ্ধান্ত নিইনি। কাল এখানে এসে সিদ্ধান্ত হবে কন্ডিশন কেমন থাকে, আবহাওয়া কেমন থাকে, তা দেখতে হবে। গত কয়েক দিনের আবহাওয়া একদম অন্যরকম। সিদ্ধান্ত আমরা যতটা দেরিতে নিতে পারি, ততই ভালো।