স্বাস্থ্য ও পুষ্টি

আলু রস করে খেলে কী সুফল মেলে?

আলু রস করে খেলে কী সুফল মেলে?

সব কিছুর মতো আলুরও কিছু ভাল এবং মন্দ গুণ রয়েছে। শরীরের প্রতিরোধশক্তি বাড়াতেও আলু দারুণ উপকারী। তবে রান্নায় আলু না খেয়ে বরং কাঁচা আলুর রস খেতে পারেন। অনেক বেশি উপকার পাবেন।

পুষ্টিবিদরা জানাচ্ছেন, আলু মানেই শরীরের পক্ষে খারাপ এই ধারণা একেবারে ভুল। পাতলা মাছের ঝোল কিংবা কষা মাংস রান্নায় আলু নিত্য ব্যবহার। আবার ডায়াবিটিস, উচ্চরক্তচাপের সমস্যা নিয়ে যাঁরা ভুগছেন, তাঁরা আবার আলু পাতে নেন না। আলু খাওয়া শরীরের পক্ষে ভাল না মন্দ তা নিয়ে একটা দ্বন্দ্ব রয়েছে। আলু খেলে ডায়াবিটিসের মাত্রা বাড়া, ওজন নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এমন কিছু ধারণা প্রচলিত রয়েছে। তবে এগুলি ছাড়াও আলুর কিছু স্বাস্থ্যকর দিকও রয়েছে। শরীরের প্রতিরোধশক্তি বাড়াতেও আলু দারুণ উপকারী। তবে রান্নায় আলু না খেয়ে বরং কাঁচা আলুর রস খেতে পারেন অনেক বেশি উপকার পাবেন।

১. আলুতে রয়েছে পটাশিয়াম, আয়রন, ভিটামিন বি, সি, এবং কপার। রয়েছে যথেষ্ট পরিমাণ ক্যালশিয়াম। রোজ খালি পেটে এই রস খেলেই হল। এতে উপস্থিত ভিটামিন সি সর্দি-কাশির সমস্যা কমায়। যে কোনও রকমের সংক্রমণের বিরুদ্ধে লড়তে সাহায্য করে।

২. হাড়ের ব্যথাও কমে, প্রদাহ কমানোর ক্ষমতাও রয়েছে আলুর রসে। ফলে ব্যথার জায়গায় এক টুকরো আলু কেটে লাগালেও অনেক সময়ে আরাম পাওয়া যায়।

৩. গ্যাস, অম্বলের সমস্যা নিয়ে ভোগেন না, এমন লোক পাওয়া মুশকিল, গ্যাস, অম্বল, বুকজ্বালার সমস্যা লেগেই রয়েছে। তবে এমন সমস্যা হলে অনেকেই ভরসা রাখেন ওষুধের উপরে। তবে ঘরোয়া উপায়ে এই সমস্যা কমাতে চাইলে ভরসা রাখতে পারেন আলুর রসের উপর।

৪) ক্যানসারের আশঙ্কাও কমাতে পারে আলুর রস। এতে `গ্লাইকোক্যালয়েড` নামে একটি উপাদান আছে। তাতে টিউমার নিয়ন্ত্রণ করার গুণ রয়েছে। ২০১৬ সালের একটি গবেষণায় আলুর এই গুণের কথা উল্লেখ করা হয়েছ।

2 thoughts on “আলু রস করে খেলে কী সুফল মেলে?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *