স্বাস্থ্য ও পুষ্টি

মাথা থেকে খুশকি তাড়ানোর উপায়

শীত আসতেই খুশকির সমস্যায় ভোগেন অনেকেই। নিয়মিত পরিষ্কার করে, তেল মাখলে ও স্ক্যাল্পের আর্দ্রতা বজায় থাকলে খুশকির সমস্যা তেমন দেখা দেবে না। অ্যাপেল সাইডার ভিনিগার মিশিয়ে নিন। চুলে শ্যাম্পু করার পর এই মিশ্রণ দিয়ে চুল পুনরায় ধুয়ে নিন।

মাথা থেকে খুশকি তাড়ানোর উপায়

এই ঋতু ত্বক-চুল ও শরীরে নানা ধরনের সমস্যা দেখা দেয় কিংবা শীত আসতেই খুশকির সমস্যায় ভোগেন অনেকেই। আবার খুশকির সমস্যা একবার শুরু হলে তা সারানো বেশ মুশকিল।

আসলে খুশকির সমস্যা দেখা দেয়, মাথার ত্বক বা স্ক্যাল্প অতিরিক্ত শুষ্ক হয়ে গেলেই। যেহেতু এখনো শীত তেমন জেঁকে বসেনি, তাই এখন থেকেই খুশকি প্রতিরোধে কী করবেন জেনে নিন…

চুলের গোড়া নিয়মিত পরিষ্কার করে, তেল মাখলে ও স্ক্যাল্পের আর্দ্রতা বজায় থাকলে খুশকির সমস্যা তেমন দেখা দেবে না। কিন্তু খুশকির সমস্যা দূর করতে গেলে অ্যান্টি ফাঙ্গাল ও অ্যান্টি ইনফ্লেমেটরি ট্রিটেমেন্টের সাহায্য নিন। আপনি ঘরোয়া উপায়েও খুশকির সমস্যাকে রুখে দিতে কী করবেন জেনে নিন…

মাথার খুশকি দূর করার উপায় কি

আপেল সিডার ভিনেগার ব্যবহার করতে পারেন স্ক্যাল্পের পিএইচ স্তরের ভারসাম্য বজায় রাখতে ও খুশকির সমস্যা কমাতে। এ ভিনেগার স্ক্যাল্পে ইস্টের উৎপাদনকে প্রতিরোধ করে। এই ভিনেগার চুলের প্রাকৃতিক ক্লিনজার হিসেবে কাজ করে থাকে। এভাবেই ভিনেগার চুলের খুশকির সমস্যা প্রতিরোধ করে।

এজন্য তিন কাপ পানির সঙ্গে ২ কাপ অ্যাপেল সাইডার ভিনিগার মিশিয়ে নিন। চুলে শ্যাম্পু করার পর এই মিশ্রণ দিয়ে চুল পুনরায় ধুয়ে নিন। দুই মিনিট অপেক্ষা করে, আবার পরিষ্কার পানি দিয়ে চুল ধুয়ে নিন।আরও পড়ুন: খুসখুসে কাশির ঘরোয়া চিকিৎসা

মাথায় খুশকি হলে কি করা উচিত

লেবুর রসও খুশকির বিরুদ্ধে দুর্দান্ত কাজ করে। আবার নারকেলের মধ্যে আছে অ্যান্টি-ফাঙ্গাল উপাদান। তাই নারকেলের তেল শুষ্ক স্ক্যাল্পে আর্দ্রতা জোগায় ও চুলকানি দূর করে সহায়ক।

অ্যান্টি-ডানড্রফের প্রতিকার হিসেবে সমপরিমাণ নারকেল তেল ও লেবুর রস একসঙ্গে মিশিয়ে স্ক্যাল্পে লাগান। এবং ভালো করে মালিশ করুন ও ২০ মিনিট অপেক্ষা এবং শ্যাম্পু করে নিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *