অন্যরকম খবর

বিবাহবিচ্ছেদ উদযাপন

এমন ঘটনা খুবই বিরল কেউ বিবাহবিচ্ছেদকে উদ্‌যাপন করেছেন, তেমনটাই ঘটেছে চীনে। সেই বিশেষ মুহূর্তের ছবি তুলতে ভাড়া করেন ফটোগ্রাফার। এই পার্টির আয়োজন করেন, গত জুনে চীনের গুয়াংদং প্রদেশে ঘটনাটি ঘটেছে। কারণে জানতে চাইলে তিনি বলেন, তিনি তাঁর স্বামীর মুঠোফোনে কিছু খুদে বার্তা দেখেছেন। সেগুলোয় যা লেখা ছিল তা থেকে তিনি বুঝতে পেরেছেন যে, ঐ ব্যক্তি তাঁর সঙ্গে প্রতারণা করছেন।

বিবাহবিচ্ছেদ উদযাপন

বিবাহ–পরবর্তী জীবন সবার সুখের হয়, তেমনটা নয়। তবে কেউ সম্পর্ক টেনে নিয়ে চলেন, আবার কেউ বা ইতি টানেন। প্রত্যেকের জীবনেই এই বিশেষ দিনটাকে স্মরণীয় করে রাখতে করেন নানা আয়োজন। তবে এমন ঘটনা খুবই বিরল কেউ বিবাহবিচ্ছেদকে উদ্‌যাপন করেছেন, তেমনটাই ঘটেছে চীনে।

বিবাহবিচ্ছেদকে উদ্‌যাপন করতে ৩৪ বছরের এক নারী জমকালো পার্টির আয়োজন করেছেন। আবার সেই বিশেষ মুহূর্তের ছবি তুলতে ভাড়া করেন ফটোগ্রাফার। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের বিচ্ছেদের কথা জানিয়ে পোস্টও দিয়েছেন এবং লিখেছেন, আমি যদি জানতাম যে এই বিচ্ছেদের মধ্য দিয়ে আমি সুখী অনুভব করব, তাহলে এটা আমি আগেই সেরে ফেলতাম। সামাজিক যোগাযোগমাধ্যমে এই পোস্টে দুই লাখ ৩০ হাজার লাইক পড়েছে।

সাউথ চায়না মর্নিং পোস্ট এর খবরে বলা হয়, ওই নারী তাঁর ৪ বছরের বিবাহিত জীবনের ইতি টানার মুহূর্তটি স্মরণীয় করে রাখতে জমকালো এই পার্টির আয়োজন করেন, গত জুনে চীনের গুয়াংদং প্রদেশে ঘটনাটি ঘটেছে।

আরও পড়ুন: মাছেরও জ্বর হয়

তার বন্ধুরাও বিবাহবিচ্ছেদে বেশ সমর্থন জুগিয়েছেন। বন্ধুরা লাল রঙের ব্যানার টানিয়ে সেখানে লিখেছেন, এই বিবাহ এখানেই শেষ এবং আবার অবিবাহিত হওয়ার জন্য উষ্ণ অভিনন্দন।

বিবাহবিচ্ছেদেকারী নারী ও তাঁর বন্ধুরা উদ্যাপনের অংশ হিসেবে কিছু আচার-অনুষ্ঠানের আয়োজন করেছেন। যেমন: আগুনের বেসিনের উপর পা রাখা, নিজেকে পরিষ্কার করার জন্য পোমেলো পাতা দিয়ে গোসল করা ও আনন্দের সঙ্গে বিচ্ছেদ শিরোনামের একটি গান পরিবেশন।

বিবাহবিচ্ছেদে কারণে জানতে চাইলে তিনি বলেন, তিনি তাঁর স্বামীর মুঠোফোনে কিছু খুদে বার্তা দেখেছেন। সেগুলোয় যা লেখা ছিল তা থেকে তিনি বুঝতে পেরেছেন যে, ঐ ব্যক্তি তাঁর সঙ্গে প্রতারণা করছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে গত জুনে এই বিচ্ছেদের পার্টি হওয়ার ঘটনা চীনের ভাইরাল হয়। সাউথ চায়না মর্নিং পোস্ট জানায়, শিয়াহশোতে এই ঘটনা হ্যাশট্যাগ#ডিভোর্স ২৭৬ লাখ ভিউ হয়েছে। আর হ্যাশট্যাগ#ডিভোর্সফটোগ্রাফি ৮৩ লাখ ভিউ হয়েছে।

2 thoughts on “বিবাহবিচ্ছেদ উদযাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *