শেয়ার বাজার

জমি ক্রয় ও ভবন নির্মাণ করবে আইটিসি…

পুঁজিবাজারে তালিকাভুক্ত ইনফরমেশন টেকনোলজি কনসালটেন্টস লিমিটেড (আইটিসি) পরিচালনা পর্ষদ বাণিজ্যিক জমি কেনার ও পাশাপাশি ক্রয়কৃত নিজস্ব জমিতে আইটিসি টাওয়ার নামে একটি ভবন নির্মাণেরও সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি।
গত বৃহস্পতিবার ০৯ মার্চ, অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানিটি রাজধানীর তেজগাঁও বাণিজ্যিক এলাকায় ২০.০৬৫ কাঠা জমি কিনবে। এতে কোম্পানিটির নিজস্ব তহবিল হতে ৩৫ কোটি টাকা ব্যয়ে হবে। আর নিজস্ব তহবিল ও ব্যাংক অর্থায়নে ২৮০ কোটি টাকা ব্যয়ে ক্রয়কৃত এই জমিতে “আইটিসি টাওয়ার” নামে একটি নতুন ভবন নির্মাণ করবে। ভবন নির্মাণে কোম্পানি ব্যয় করবে নিজস্ব তহবিল হতে ৭৬ কোটি টাকা এবং ব্যাংক ঋন ২০৪ কোটি টাকা।

এ সংক্রান্ত বিশেষ সাধারণ সভা (ইজিএম) ডিজিটাল প্লাটফর্মে ২৬ এপ্রিল, সকাল ১০টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ০২ এপ্রিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *