অন্যরকম খবরতথ্য ও প্রযুক্তি

ফোনের ব্যাটারী গিলে খাচ্ছে যে সব অ্যাপ

বড় চ্যালেঞ্জিং কাজটি স্মার্টফোনের ব্যাটারিকে সর্বদা ভাল রাখার । প্রথমত, চার্জটা ঠিক ভাবে দিতে না জানা, কোন কোন অ্যাপ ফোনের ব্যাটারি খেয়ে নিচ্ছে সেটাও খুঁজে বের করা। ফোনটা যেই অন করি আমরা একাধিক উপায়ে তার ব্যাটারি বাঁচানোর চেষ্টা করি। তাই, ফোনের ভাল ব্যাটারি পরিষেবা পেতে গেলে সর্বাগ্রে সেই ফোনের ব্যাটারিখেকো অ্যাপ গুলিকে খুঁজে বের করা। সরষের মধ্যেই যে ভূত লুকিয়ে থাকে তা তো আগে জানা দরকার।
ফোনের ব্যাটারি বাঁচাতে গিয়ে আমরা নানারকম পন্থা অবলম্বন করে থাকি। ব্রাইটনেস কমিয়ে দিই, বার বার চার্জ দিই, কত কিছু করি আমরা। ব্রাইটনেস কমিয়ে আপনি ফোনের ব্যাটারি কিছুটা হলেও বাঁচাতে পারেন ঠিকই। যখন-তখন ফোন চার্জ দিলেই হল না। আপনার ফোনের ব্যাটারিটাকে দীর্ঘ সময় বাঁচিয়ে রাখতে একটু নিয়ম করে চার্জ দিতে হবে। খেয়াল রাখতে হবে যাতে আপনার ফোনের চার্জিং২০% এর নিচে না নেমে যায়। আবার ফোনটাকে ১০০% চার্জ করা উচিত নয়।

স্মার্টফোনের ব্যাটারি খেয়ে নেয় Google Play Store- এ এমন অগুনতি Android অ্যাপ রয়েছে। তার মধ্যে গুটিকয়েক এমন অ্যাপ রয়েছে, যেগুলি অত্যন্ত জরুরি। কিন্তু গ্রাহক কী করবেন! তাঁর কাছেও পপুলার অ্যাপগুলি ডাউনলোড করা ছাড়া অন্য উপায় থাকে না। আপনার জানা দরকার যে, জনপ্রিয় অ্যাপগুলির মধ্যে স্মার্টফোনের ব্যাটারি শেষ করে। সব অ্যাপ তো আর সহায়ক হতে পারে না। এই অ্যাপ্লিকেশনগুলির মধ্যে বেশ কিছু আছে, যেগুলি খুব সহায়ক ডাউনলোড না করলে চলেইনা। ব্যাটারিখেকো অ্যাপ ডাউনলোড করে সমস্যায় পড়েছেন, কিছু অ্যাপ ডিলিট না করলে তাঁদের জন্য বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হয়। সেই অ্যাপগুলির নাম জেনে নিন।
ব্যাটারিখেকো ১০ অ্যাপে
০১. Uber
০২. Fitbit
০৩. Skype
০৪. Facebook
০৫. Tinder
০৬. Bumble
০৭. Airbnb
০৮. Instagram
০৯. WhatsApp
১০. Snapchat
দেখার পরে নিশ্চয়ই বুঝতে পারছেন, এই অ্যাপগুলির প্রতিটিই অত্যন্ত জনপ্রিয়। এদের মধ্যে বেশিরভাগ অ্যাপই আপনার ফোনে রয়েছে। হোয়াটসঅ্যাপ থেকে শুরু করে ফেসবুক পর্যন্ত এই অ্যাপগুলির বিরুদ্ধে সবথেকে বড় অভিযোগই হল এদের ক্লোজ় করার পরেও ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে অ্যাপগুলি। এই ডেটা প্রকাশ করেছে রিসার্চ ফার্ম pCloud

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *