বান্দরবানের ৩ উপজেলায় নিষেধাজ্ঞা…
বান্দরবানের ৩ উপজেলায় নিষেধাজ্ঞা…
বুধবার ১৫ মার্চ সন্ধ্যায় জেলার রোয়াংছড়ি, রুমা ও থানচি উপজেলায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করে প্রশাসন। নিষেধাজ্ঞা তুলে নেওয়ার এক মাস যেতে না যেতেই আবারো বান্দরবানের তিন উপজেলায় স্থানীয় ও বিদেশি পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছে জেলা প্রশাসন। বুধবার সন্ধ্যায় জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি স্বাক্ষরিত সরকারি বিভিন্ন দপ্তরে পাঠানো গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বান্দরবান জেলায় স্থানীয় ও বিদেশি পর্যটকদের ভ্রমণ-সংক্রান্ত ১০ ফেব্রুয়ারি ২০২৩ সালে জারিকৃত গণবিজ্ঞপ্তির ধারাবাহিকতায় পর্যটকদের নিরাপত্তার বিষয় বিবেচনা করে রোয়াংছড়ি, রুমা ও থানচি উপজেলায় স্থানীয় ও বিদেশি পর্যটকদের ভ্রমণ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিষিদ্ধ করা হলো। উল্লেখ করা হয় তিনটি উপজেলা ছাড়া অন্যান্য উপজেলায় পর্যটকরা ভ্রমণ করতে পারবেন।
জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি বলেন, বান্দরবানের দুর্গম পাহাড়ের কয়েকটি উপজেলায় সন্ত্রাসীদের ধরতে অভিযান পরিচালনা করা হচ্ছে। তাই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাতে কোনো পর্যটক কোথাও গিয়ে বিপদের মুখোমুখি না হন, পরিস্থিতি একটু ভালো হলে নিষেধাজ্ঞা আবার তুলে নেওয়া হবে। আইনশৃঙ্খলা বাহিনী বান্দরবানের রুমা ও রোয়াংছড়ি উপজেলা এবং রাঙ্গামাটির বিলাইছড়ি বড়থলি ইউনিয়নের সীমান্ত এলাকায় সন্ত্রাসীদের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করে আসছে। এ প্রেক্ষাপটে গত বছর ১৮ অক্টোবর থেকে এ দুই উপজেলায় অনির্দিষ্টকালের জন্য ভ্রমণ নিষেধাজ্ঞা দেয় প্রশাসন। পরে থানচি ও আলীকদম উপজেলাকেও ভ্রমণ নিষেধাজ্ঞার আওতায় নিয়ে আসা হয়। কয়েক দফা ভ্রমণ নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানোর পর রোয়াংছড়ি, থানচি ও আলীকদম উপজেলাকে নিষেধাজ্ঞা তালিকা থেকে তুলে নেয় প্রশাসন।
তবে রুমা উপজেলা ভ্রমণে নিষেধাজ্ঞা আগের মতো বহাল থাকে। প্রশাসনের দেওয়া ভ্রমণ নিষেধাজ্ঞার তালিকায় অনির্দিষ্টকালের জন্য আবারো যোগ হলো রোয়াংছড়ি, রুমা ও থানচি উপজেলা।