প্যারামাউন্ট ইন্স্যুরেন্স ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা
পুঁজিবাজারে তালিকাভুক্ত সাধারণ বীমা খাতের কোম্পানি প্যারামাউন্ট ইন্স্যুরেন্স ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। অর্থাৎ, শেয়ার প্রতি নগদ এক টাকা করে লভ্যাংশ পাবেন এ কোম্পানির বিনিয়োগকারীরা।
সোমবার কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানিয়েছেন কোম্পানি সচিব।
২০২২ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত প্যারামাউন্টের শেয়ারপ্রতি আয় হয়েছে ১.৮৭/- টাকা। আগের অর্থবছরে একই সময়ে এই আয় ছিল ৩.০৩/- টাকা।
৪০ কোটি ৬৬ লাখ টাকা পরিশোধিত মূলধনের এ কোম্পানির শেয়ার সংখ্যা ৪ কোটি ৬ লাখ ৬৪ হাজার ৯৬৬টি। এই হিসেবে কোম্পানির এবার কর পরবর্তী মুনাফা হয়েছে ৭ কোটি ৬০৯ লাখ ৬৩ হাজার ৪৮৬ টাকা। গত বছর এই সময়ে আয় ছিল ১২ কোটি ৩২ লাখ ১৪ হাজার ৮৪৬ টাকা।