আন্তর্জাতিক

ইউক্রেনের গুরুত্বপূর্ণ বন্দর ওডেসায় ড্রোন হামলা

ইউক্রেনের গুরুত্বপূর্ণ বন্দর ওডেসায় ড্রোন হামলা চালিয়েছে মস্কোর বাহিনীর। এই হামলায় বন্দরটির ‘ক্ষতি’ হয়েছে বলেও জানা যায়।

মঙ্গলবার ভোরে ইউক্রেনের স্থানীয় কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে। খবর আরব নিউজের।
স্থানীয় কর্তৃপক্ষের দেওয়া এক বিবৃতিতে বলা হয়, শত্রুরা সবেমাত্র ওডেসা বন্দর ও ওডেসা জেলায় হামলা চালকবিহীন ড্রোনের চালিয়েছে তারা সেখানের হামলায় ইউএভি ড্রোন ব্যবহার করেছে শত্রুরা। বিস্তারিত কিছু উল্লেখ না করে বলা হয়, শত্রুদের ড্রোন হামলায় বন্দরটির ক্ষতি হয়েছে। ওডেসা জেলা সামরিক প্রশাসনের প্রধান ইউরি ক্রুকের উদ্ধৃতি দিয়ে বিবৃতিতে বলা হয়েছে, ইউক্রেনের বিমান প্রতিরক্ষা বাহিনী এ ধরনের হামলা ঠেকাতে কাজ করছে এবং সম্ভাব্য দ্বিতীয় দফার হামলার বিষয়ে সতর্ক করে দেওয়া হয়েছে। এ ব্যাপারে তাৎক্ষণিকভাবে বিস্তারিত আর কিছু জানানো হয়নি। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের শুরু থেকে ওডেসা বেশ কয়েকবার মস্কোর বাহিনীর হামলার শিকার হতে দেখা যায়।

গত বছরের ফেব্রুয়ারিতে রুশ প্রেসিডেন্ট পুতিন পশ্চিমাপন্থী দেশ ইউক্রেনে সৈন্য পাঠানোর আগে ওডেসার কৃষ্ণ সাগর বন্দরটি ইউক্রেন ও রাশিয়ার অনেক নাগরিকের কাছে ঘুরে বেড়ানোর জনপ্রিয় স্থান ছিল এটি।

One thought on “ইউক্রেনের গুরুত্বপূর্ণ বন্দর ওডেসায় ড্রোন হামলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *