আইডিএলসি ফাইন্যান্সের ১৫ শতাংশ ডিভিডেন্ড
শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি আইডিএলসি ফাইন্যান্সে ৩১ ডিসেম্বর, ২০২২ সমাপ্ত অর্থবছরের ১৫ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করা হয়েছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে। কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২১ সমাপ্ত অর্থবছরের জন ১৫ শতাংশ ক্যাশ ও ৫ শতাংশ স্টকসহ মোট ২০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছিল।
জানা যায়, সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় (কনসোলিডেটেড ইপিএস) ৪.৬১/- টাকা। আগের বছর একই সময়ে যার পরিমাণ ছিল ৫.০৯/- টাকা। সমাপ্ত অর্থবছরের কোম্পানিটির আর্থিক প্রতিবেদন অনুযায়ী এককভাবে শেয়ার প্রতি আয় (সলো ইপিএস) ৯.৯০/- টাকা। বিগত আগের বছর একই সময়ে যার পরিমাণ ছিল ৩.৭৯/- টাকা।
আলোচ্য সময়ে কোম্পানিটির সমন্বিতভাবে শেয়ার প্রতি সম্পদ মূল্য (কনসোলিডেটেড এনএভি) দাঁড়িয়েছে ৪৩ টাকা ৫৬ পয়সা।এর আগের বছর একই সময়ে যার পরিমাণ ছিল ৪০.৩৯/- টাকা।
আলোচ্য সময়ে কোম্পানিটির এককভাবে শেয়ার প্রতি সম্পদ মূল্য (সলো এনএভি) দাঁড়িয়েছে ৩৪.০৫/- টাকা। এর আগের বছর একই সময়ে যার পরিমাণ ছিল ৩১.৫৮/- টাকা। এর আগের বছর একই সময়ে যার পরিমাণ ছিল ৪৪.৯০/- টাকা।
২৫ মে ২০২৩ বেলা ১১টায় কোম্পানিটির ৩৮ তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য আগামী ২ মে ২০২৩ রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।