ইয়াবা, ক্রিস্টাল মেথ আইস রেখে পালালো পাচারকারিরা
ইয়াবা, ক্রিস্টাল মেথ আইস রেখে পালালো পাচারকারিরা
এক কেজি ৬৯ গ্রাম ক্রিস্টাল মেথ আইস এবং ১০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে অভিযানে সময়।
টেকনাফের নাফ নদীর সীমান্ত এলাকা থেকে ক্রিস্টাল মেথ আইস ও ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ সময় নৌকা থেকে লাফিয়ে ২ পাচারকারী মিয়ানমার পালিয়েও গেছে বলে জানিয়েছে বিজিবি।
বিজিবি টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো: মহিউদ্দীন আহমেদ জানান, সোমবার মধ্যরাতের অভিযানে ১ কেজি ৬৯ গ্রাম ক্রিস্টাল মেথ আইস এবং ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। টেকনাফে হ্নীলা ইউনিয়নের নাফ নদীর দমদমিয়া ন্যাচার পার্ক পয়েন্ট দিয়ে মিয়ানমার থেকে মাদকের বড় চালানের পাচারের খবরে বিজিবির একটি দল অভিযান চালায়।
ডিজিটাল নিরাপত্তা আইনে শাকিব খানের মামলা
এক পর্যায়ে একটি হস্তচালিত নৌকায় ২ জন লোককে জলসীমার শূন্যরেখা অতিক্রম করতে দেখে বিজিবির সদস্যরা সেটি থামার জন্য নির্দেশ দেন। এতে নৌকা থেকে লোকগুলো লাফ দিয়ে মিয়ানমারের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে পাচারকারিদের ফেলে যাওয়া নৌকাটি তল্লাশি করে পাওয়া যায় ১ কেজি ৬৯ গ্রাম ক্রিস্টাল মেথ আইস, ১০ হাজার পিস ইয়াবা এবং ২০ কেজি নিষিদ্ধ কারেন্ট জাল।
লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দীন জানান, উদ্ধার করা মাদকগুলো বিজিবির ব্যাটালিয়ন দপ্তরে রাখা হয়েছে।