খেলাধুলা

পোস্টের জেরেই ভারত ছাড়লেন জয়নব আব্বাস

পোস্টের জেরেই ভারত ছাড়লেন জয়নব আব্বাস

পাকিস্তানের ক্রীড়া সঞ্চালক জয়নব আব্বাস দায়িত্ব পালন করতে ভারতে এসেছিলেন। আইসিসি বিশ্বকাপের ধারাভাষ্যকার প্যানেলের সদস্য তিনি। কিন্তু ৪ দিনের মাথায় ভারত ছাড়তে হলো তাকে। অতীতে সামাজিক যোগাযোগমাধ্যমে তার করা হিন্দুবিরোধী’ ও ভারতবিরোধী’ পোস্টের কারণে দিল্লির এক আইনজীবীর সাইবার আইনে অভিযোগ করার পর তার দেশে ফেরা নিয়ে রহস্য তৈরি হয়েছে।

বিভিন্ন সূত্র জানিয়েছে, জয়নব আব্বাস নিরাপদে দুবাইয়ে পৌঁছেছেন। সেখান থেকে পাকিস্তানে ফিরে যাবেন জয়নব আব্বাস। এই পাকিস্তানের সঞ্চালকের ৯ বছর আগের কিছু টুইট উল্লেখ করে দিল্লি পুলিশের কাছে গত ৫ অক্টোবর সাইবার আইনে অভিযোগ করেন আইনজীবী বিনিত জিন্দাল। অভিযোগ করা পোস্টে আইসিসি ও বিসিসিআইকে ট্যাগ করে ঐ আইনজীবী বিশ্বকাপের কাজ থেকে জয়নব আব্বাসকে অপসারণের দাবি জানান।

নুসরাত ভারুচা দুশ্চিন্তায় তার পরিবার

বিশ্বকাপ শুরুর আগেও বিতর্কিত পোস্ট করেন জয়নব আব্বাস। এক্সে (সাবেক টুইটার) একটি লম্বা পোস্ট করেন তিনি ২ অক্টোবর সেখানে জানান, ভারতে কী এমন আকর্ষণ রয়েছে সেসটা খতিয়ে দেখতে চান। দুই দেশের মধ্যে সংস্কৃতিগত মিল, ভাষা এবং শিল্পের সাদৃশ্য থাকলেও কেন এত বিরোধিতা, তা খুঁজে দেখতে চেয়েছিলেন। পাকিস্তানের প্রথম ম্যাচটিও কভার করেছিলেন জয়নব আব্বাস। কিন্তু বিশ্বকাপ শুরুর সপ্তাহ না কাটতেই দেশে ফিরতে হল তাকে।

জয়নব আব্বাসকে চলে যেতে বাধ্য করা হয়েছে, এমন দাবি উড়িয়ে দিয়ে আইসিসির মুখপাত্র সি রাজশেখর রাও জানান, ব্যক্তিগত কারণে দেশে ফিরে গেছেন সঞ্চালক জয়নব আব্বাস। আইসিসির মুখপাত্র বলেন, জয়নবকে চলে যেতে বাধ্য করা হয়নি। জয়নব আব্বাস ব্যক্তিগত কারণে চলে গেছেন।

2 thoughts on “পোস্টের জেরেই ভারত ছাড়লেন জয়নব আব্বাস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *