বিনোদন

আত্মবিশ্বাস কম ছিল ইয়ামি গৌতম

ক্যামেরার সামনে সিদ্ধহস্ত এই অভিনেত্রী একটা সময় মঞ্চে উঠতে ভয় পেতেন। সময়ের সঙ্গে সঙ্গে চলচ্চিত্র জগতের প্রতি তাঁর আগ্রহ বাড়তে থাকে। অভিনয়ের জগৎ ছেড়ে চলে যেতে চেয়েছিলাম। অন্য পেশা বেছে নিতে তখন মন চেয়েছিল আমার। আর সেই সময় আমার উরি ও বালা ছবি দুটি মুক্তি পেয়েছিল।

আত্মবিশ্বাস কম ছিল ইয়ামি গৌতম

ইয়ামি গৌতম টেলিভিশন অনুষ্ঠান দিয়ে নিজের অভিনয়জীবন শুরু করেছিলেন। বর্তমানে তিনি বলিউডের প্রতিষ্ঠিত নায়িকা হিন্দি ছাড়া তামিল, তেলেগু, মালয়ালম, কন্নড়, পাঞ্জাবি ছবিতেও কাজ করেছেন ইয়ামি গৌতম। প্রায় ২৭টা সিনেমা আছে তাঁর ঝুলিতে। ক্যামেরার সামনে সিদ্ধহস্ত এই অভিনেত্রী একটা সময় মঞ্চে উঠতে ভয় পেতেন। সম্প্রতি সাক্ষাৎকারে নিজের জীবনের কিছু কথা ভাগাভাগি করেছেন ইয়ামি গৌতম।

ইয়ামি গৌতম এর জন্ম হিমাচল প্রদেশের বিলাসপুরে, তবে ইয়ামির বেড়ে উঠেছেন চণ্ডীগড়ে। ইয়ামি বলেন, আমার স্কুলের কিছু শিক্ষক স্বপ্নেও ভাবেননি যে আমি চলচ্চিত্র জগতে কাজ করব। আমি একটা কবিতাও ঠিকঠাক বলতে পারতাম না স্কুলের অনুষ্ঠানে। অনেক মানুষ একসঙ্গে দেখলে আমি ঘাবড়ে যেতাম, আসলে আমার মঞ্চভীতি ছিল। উন্মুক্ত বক্তৃতা বা অন্য কোনো কর্মকাণ্ডের ক্ষেত্রে আমি দূরেই থাকতাম, আমার আত্মবিশ্বাসও কম ছিল। কিন্তু পড়াশোনায় আমি ভালোই ছিলাম।

অভিনেত্রী ইয়ামি গৌতম জানান, সময়ের সঙ্গে সঙ্গে চলচ্চিত্র জগতের প্রতি তাঁর আগ্রহ বাড়তে থাকে। একসময় সিনেমা দেখার পর, পছন্দের দৃশ্যগুলো আমি ঘরের দরজা বন্ধ করে আয়নার সামনে দাঁড়িয়ে অভিনয় করতাম। তবে আমি প্রচারের আলোয় আসতে ভালোবাসি না ক্যারিয়ারের শুরু থেকে আজ পর্যন্ত। এর প্রধান বড় কারণ হলো, মধ্যবিত্ত পরিবারে আমার বেড়ে ওঠা, আমি খুবই সাধারণভাবে বড় হয়েছি। আমার মা–বাবা আমাকে দারুণ শিক্ষায় শিক্ষিত করেছেন।

আরও পড়ুন: এসব দৃশ্য নিয়ে সমস্যা দেখি না তৃপ্তি দিমরি

অভিনেত্রী ইয়ামি গৌতম তাঁর ফিল্মি ক্যারিয়ারে বেশ কিছু হিট ছবি উপহার দিয়েছেন। আ থার্সডে, দশবি, লস্টসহ একাধিক ছবিতে অভিনেত্রী ইয়ামি অভিনয় প্রশংসিত হয়েছে। তবে অভিনেত্রী ইয়ামি গৌতমের কাছে উরি আর বালা ছবি দুটির বিশেষ স্থান আছে। এই অভিনেত্রী জানান যে উরি আর বালা ছবি দুটো তাঁর জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে, আমি ২০১৮ সালে অভিনয়ের জগৎ ছেড়ে চলে যেতে চেয়েছিলাম। অন্য পেশা বেছে নিতে তখন মন চেয়েছিল আমার।

তখন মনে হয়েছিল কে কী বলল, তা আর পাত্তা দেব না। অভিনয়জীবন থেকে বের হয়ে ব্যবসা–বাণিজ্যের প্রতি আগ্রহী হয়েছিলাম, শুধু নিজের মনের কথা শুনব। আর সেই সময় আমার উরি ও বালা ছবি দুটি মুক্তি পেয়েছিল। এই দুই ছবির মাধ্যমে দর্শকের প্রচুর ভালোবাসা পেয়েছিলাম। তবে আমার পরিবার অবশ্যই আমার কাছে গুরুত্ব পাবে বলেন ইয়ামি।

4 thoughts on “আত্মবিশ্বাস কম ছিল ইয়ামি গৌতম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *