শেয়ার বাজার

লিন্ডে বাংলাদেশ : ৪২০% লভ্যাংশ ঘোষণা…

পুঁজিবাজারে তালিকাভুক্ত জ্বালানি খাতের বহুজাতিক কোম্পানি লিন্ডে বাংলাদেশ লিমিটেড সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ৪২০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। পাশাপাশি লিন্ডে বাংলাদেশ লিমিটেড পৃথককরণ প্রক্রিয়ার মাধ্যমে গ্যাস ও হার্ড গুডস ব্যবসা পুনর্গঠন ও পুনর্বিন্যাসের সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানি আইনের বিধান অনুসারে হাইকোর্টে উপস্থাপনের জন্য একটি খসড়া পরিকল্পনাও অনুমোদন করেছে কোম্পানিটি। গতকাল রোববার অনুষ্ঠিত সভায় এসব সিদ্ধান্তের কথা নিয়েছে লিন্ডে বাংলাদেশের পর্ষদ। উচ্চ আদালতের পাশাপাশি ব্যবসা পৃথককরণ প্রক্রিয়ার বিষয়ে নিয়ন্ত্রক সংস্থা ও বিশেষ সাধারণ সভার (ইজিএম) মাধ্যমে বিনিয়োগকারীদের অনুমোদনও নেবে কোম্পানিটি। অনুমোদন পাওয়ার পর কোম্পানিটির হার্ড গুডস ব্যবসা পূর্ণ মালিকানাধীন সাবসিডিয়ারির মাধ্যমে পরিচালিত হবে এবং এতে কোম্পানির পণ্যে বৈচিত্র্য আসবে বলে জানানো হয়েছে।

ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডায় বিনিয়োগকারীদের অনুমোদন নিতে এ বছরের ১১ মে বেলা ১১টায় ভার্চুয়াল মাধ্যমে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করা হয়েছে। একই দিন সকাল সাড়ে ১০টায় ইজিএম করবে কোম্পানিটি। এজিএম ও ইজিএমের রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২ এপ্রিল।

সর্বশেষ সমাপ্ত ২০২২ হিসাব বছরে লিন্ডে বাংলাদেশের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৫৮ টাকা ৪ পয়সা। যেখানে আগের হিসাব বছরে ইপিএস ছিল ৮০ টাকা ৫৫ পয়সায়। গত এক বছরের ব্যবধানে কোম্পানিটির ইপিএস কমেছে প্রায় ২৮ শতাংশ। গত বছরের ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৯৭ টাকা ৪৪ পয়সায়।

৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের মোট ৫৫০ শতাংশ নগদ লভ্যাংশ, ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২০ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ৪০০ শতাংশ নগদ তার আগের হিসাব বছরের জন্য ৫০০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি।

বর্তমান লিন্ডে বাংলাদেশ ১৯৭৬ সালে বাংলাদেশ অক্সিজেন কোম্পানি নামে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। এর অনুমোদিত মূলধন ২০ কোটি টাকা। বর্তমানে পরিশোধিত মূলধন ১৫ কোটি ২১ লাখ ৮০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ৫৮৭ কোটি ৮১ লাখ টাকা।

কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ১ কোটি ৫২ লাখ ১৮ হাজার ৩০০। এর মধ্যে ৬০ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২৮ দশমিক ৮০ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ১১ দশমিক ২০ শতাংশ শেয়ার রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *