প্রবাসী

মালয়েশিয়ায় নতুন কর্মী নিয়োগ স্থগিত

শনিবার ১৮ মার্চ, দেশটির মানবসম্পদ মন্ত্রী ভি শিবকুমার, লক্ষ্যমাত্রা পূরণ হওয়ায় নতুন করে বিদেশি কর্মী নিয়োগ আবেদন প্রক্রিয়া বন্ধের ঘোষণা দিয়েছে মালয়েশিয়া। ঘোষণা অনুযায়ী বাংলাদেশসহ ১৫টি দেশ থেকে নতুন করে বিদেশি কর্মী নেওয়ার অনুমোদনের আবেদন স্থগিত করেছে সরকার। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বিদেশি কর্মী নেওয়া বন্ধ থাকবে এই ১৫টি দেশ থেকে। বিবৃতিতে বলা হয়, বিদেশি কর্মীর জন্য কোটার আবেদন ও অনুমোদন ১৮ মার্চ থেকে পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত স্থগিত করা হলো। গত মঙ্গলবার ১৪ মার্চ পর্যন্ত বিভিন্ন সেক্টরের বিদেশি কর্মীদের জন্য মোট ৯ লাখ ৯৫ হাজার ৩৯৬টি কোটা অনুমোদনের পরই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এই পর্যন্ত বিদেশি শ্রমিকের জন্য যে সংখ্যক কোটা অনুমোদন দেয়া হয়েছে তাতে গুরুত্বপূর্ণ খাতসহ শিল্পকারখানায় শ্রম চাহিদা মেটানো সক্ষম বলে মনে করেন ভি শিবকুমার। কর্মী নিয়োগের প্রক্রিয়ায় নির্মাণ, বৃক্ষরোপণ, কৃষি, উৎপাদন এবং পরিষেবা খাতে কোটা অনুমোদন দেয়া হয়। সকল নিয়োগকর্তাকে তাদের নিজ নিজ কোটার জন্য অনুমোদন দেয়া হয়েছে, তাদের নির্ধারিত সময়ের মধ্যে কর্মীদের মালয়েশিয়ায় আনার প্রক্রিয়া সম্পন্ন করার আহ্বান জানান মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রী। অনুমোদন দেওয়া এসব কর্মীরার বড় অংশ এখনও মালয়েশিয়ার প্রবেশ করেনি। মালয়েশিয়া সরকারের তথ্যমতে, এখনও পর্যন্ত নির্মাণ খাতে ৩৪২,৫৬৮ ,সার্ভিস সেক্টর রেস্টুরেন্ট ১৪৩,৫৬৮, ম্যানুফ্যাকচারিং সেক্টর ৩৮৭,১২২, প্লান্টেশন খাতে ৭৬,৩২৫, এগ্রিকালচার খাতে ৪৫,৮৯৯ টি কোটার অনুমোদন দেওয়া হয়েছে।

হাইকমিশন সূত্র বলছে, মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশন নতুন করে ছাড়পত্র দেওয়া হয়েছে প্রায় আড়াই লক্ষ কর্মীকে। বিভিন্ন খাতে এখন পর্যন্ত দেড় লক্ষের মতো কর্মী এসেছে বাংলাদেশ থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *