আন্তর্জাতিক

জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা,ইমরান খানের বিরুদ্ধে

জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা,ইমরান খানের বিরুদ্ধে

ইসলামাবাদের একটি আদালত পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানের বিরুদ্ধে বিচারককে হুমকি দেওয়া মামলায় নতুন এ পরোয়ানা জারি করেছেন আদালত। একই সঙ্গে ইমরানকে ১৮ এপ্রিল আদালতে হাজির করার বিষয়ে নির্দেশনা দিয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বুধবার বেসামরিক বিচারক মালিক আমান এই রায় ঘোষণা করেন। এর আগে শুনানি থেকে অব্যাহতি চেয়ে আবেদনও করেন ইমরান খান। তবে তার আবেদন খারিজ করে দেন আদালত। শুনানির সময় ইমরান খানের আইনজীবীরা জামিনযোগ্য গ্রেফতারি পরোয়ানা বহাল রাখার অনুরোধ করেছিলেন। কারণ পিটিআই চেয়ারম্যানের নিরাপত্তা হুমকি রয়েছে। আদালত এই অনুরোধ প্রত্যাহার করেন। মামলার অভিযোগ গত বছর আগস্টে ইমরান খানের একটি রাজনৈতিক বক্তৃতার সঙ্গে সম্পর্কিত।

গত বছর ২০ আগস্ট ঐ বক্তৃতায় ইমরান পুলিশ প্রধান ও একজন নারী বিচারকের বিরুদ্ধে তার নেতাকর্মীদের আটক ও দুর্ব্যবহার করার অভিযোগ করেন। এ সময় পুলিশ প্রধান ও বিচারকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দেন সাবেক এই পাক প্রধানমন্ত্রী। এর পরিপ্রেক্ষিতে ইমরান খানের বিরুদ্ধে বিচারককে হুমকি দেওয়ার অভিযোগে মামলা করা হয়। বর্তমানে ইমরান খানের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সম্প্রতি ৯টি মামলায় জামিন পেয়েছেন তিনি। এর মধ্যে ৮ টি সন্ত্রাসবাদের মামলায় এবং ১ টি দেওয়ানি মামলায় জামিন মঞ্জুর করেছেন দেশটির শীর্ষ আদালত। ইসলামাবাদ হাইকোর্ট একটি দুর্নীতি মামলায় ইমরানের বিরুদ্ধে জারি করা জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা ১৮ মার্চ পর্যন্ত স্থগিত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *