জাতীয়

রেললাইন স্থাপনের কাজ শেষ পদ্মা সেতুতে

বুধবার ২৯ মার্চ, বিকালে সর্বশেষ বাকি থাকা সাত মিটার পথ ঢালাই দেওয়ার মধ্য দিয়ে ৬.১৫ কিলোমিটার দৈর্ঘ্যের পদ্মা সেতুতে পাথরবিহীন রেলপথ নির্মাণকাজ শেষ হয়েছে। বিকাল সাড়ে ৫ টার দিকে পদ্মা সেতুতে সাংবাদিকদের এ কথা বলেন রেল লিংক প্রকল্পের পরিচালক, আজ বিকালে বাকি থাকা সাত মিটারে ঢালাইয়ের পর পদ্মা সেতুর ওপর দিয়ে যাওয়া ফরিদপুরের ভাঙ্গা থেকে মুন্সিগঞ্জের মাওয়া পর্যন্ত রেলপথ নির্মাণকাজ শেষ হলো।

২০ নভেম্বর আমরা কাজটি শুরু করেছিলাম। লক্ষ্যমাত্রা ছিল, চার মাসের মধ্যে মূল সেতুতে রেলপথ নির্মাণকাজ শেষ করবো। ঢালাই শেষ সিমেন্ট জমাট বাধতে ২-৩ দিন সময় লাগবে তারপর আমরা কিছু পরীক্ষা করবো এবং একটি গ্যাংকার চালিয়ে পরীক্ষা করে দেখবো।

পদ্মা সেতুর রেল লিংক প্রকল্পের মাওয়া-ভাঙ্গা অংশের প্রকল্প ব্যবস্থাপক ব্রিগেডিয়ার সাঈদ আহমেদ বলেন, ৪ এপ্রিল রেলমন্ত্রী আমাদের সময় দিয়েছেন বিধায় সেদিন আমরা গ্যাংকার দিয়ে ভাঙ্গা থেকে মাওয়া পর্যন্ত ৪১ কিলোমিটার রেলপথ পরীক্ষা করে দেখবো। এই প্রকল্পের কাজ ৩ ভাগে ভাগ করা হয়েছে ঢাকা থেকে মাওয়া, মাওয়া থেকে পদ্মা সেতু হয়ে ফরিদপুরের ভাঙ্গা এবং ভাঙ্গা থেকে যশোর।

এই কাজটি শেষ করতে পারায় আমরা আনন্দিত। কাজ শেষ করায় পরামর্শক ও ঠিকাদার প্রতিষ্ঠানসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *