জাতীয়

মেট্রোরেলের মাসে আয়ের চেয়ে ব্যয় বেশি

ঢাকার মেট্রোরেল ১০ লাখ ৭৭ হাজার যাত্রী পেয়েছে।
চালুর তিন মাসে আয়-ব্যয়ের হিসাবে কোটি টাকা লোকসান হয়েছে ঢাকায় মেট্রোরেল।
মেট্রোরেল পরিচালনাকারী কোম্পানি ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক বৃহস্পতিবার ১ কোটি ১৩ লাখ টাকা লোকসানের এই তথ্য দেন।

ডিএমটিসিএল কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, মেট্রোরেল চালু হওয়া থেকে এখন পর্যন্ত প্রায় ১০ লাখ ৭৭ হাজার যাত্রী চলাচল করেছেন। এখন পর্যন্ত আয় হয়েছে ৬ কোটি ২০ লাখ টাকা। আর একই সময়ে ব্যয় হয়েছে ৭ কোটি ৩৩ লাখ টাকা। সেই হিসাবে আমাদের ১ কোটি ১৩ লাখ টাকা বেশি ব্যয় হয়েছে। সবচেয়ে বড় অংশ খরচ হয়েছে বিদ্যুৎ বিলে। আমাদের দ্বিতীয় প্রধান ব্যয় মেট্রোরেলে কর্মরতদের বেতন বাবদ, এছাড়া অন্য খরচও রয়েছে। সাম্প্রতিক সময়ে বিদ্যুতের দামও বেড়েছে। সংশ্লিষ্টদের আমরা ডেকেছি, বিদ্যুতের ক্ষেত্রে আমাদের একটা মূল্য ঠিক করে দেওয়ার জন্য। পরিপূর্ণভাবে মেট্রোরেল চালু না হলে প্রকৃত চিত্র পাওয়া যাবে না। তবে মেট্রোরেল পুরোদমে চালু হলে আয়-ব্যয়ের পার্থক্য কমে আসবে বলে মনে করেন ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক।

ঢাকার মেট্রোরেল চালু হয়েছিল গত বছরের ২৮ ডিসেম্বর যার মধ্য দিয়ে বাংলাদেশে বৈদ্যুতিক ট্রেনের যাত্রা শুরু হয়। উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত ২১ দশমিক ১৬ কিলোমিটার দীর্ঘ এই মেট্রোরেল ৩৩ হাজার ৪৭১ কোটি ৯৯ লাখ টাকা ব্যয়ে নির্মাণের কাজ চলছে। এরই মধ্যে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত পথে চলাচল শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *