জাতীয়

ইত্তেফাকের আব্দুল গনি সেরা পুরস্কার জিতলেন

প্রেস ফটোগ্রাফারদের ছবি নিয়ে দ্বিতীয়বারের মতো আয়োজন করা হয়েছিল বাংলাদেশ প্রেস ফটো কনটেস্ট-২০২৩। পুরস্কার পাওয়া ছবিটি তুলেছেন দৈনিক ইত্তেফাকের স্টাফ ফটোগ্রাফার আব্দুল গনি। গত বছরের বাছাইকৃত ছবিগুলোর মধ্য ১ টি ছবিকে পিকচার অফ দ্যা ইয়ার ঘোষণা করা হয়েছে।

গত ১ বছরে আলোকচিত্র সাংবাদিকতা এবং তথ্যমূলক আলোকচিত্রের ক্ষেত্রে শ্রেষ্ঠ কাজগুলো নির্ধারণের মাধ্যমে এই স্বীকৃতি প্রদান করা হয়। শীর্ষস্থানীয় পেশাদার আলোকচিত্রীদের সমন্বয়ে গঠিত বিচারকমণ্ডলী পিকচার অফ দ্যা ইয়ার ঘোষণা করেন। ঘোষণা অনুযায়ী, বাংলাদেশ প্রেস ফটো কনটেস্ট ২০২২-এ প্রথম-স্থান অধিকারী আব্দুল গনি পাবেন ১ লাখ টাকা, রয়েছে সম্মাননা স্মারক, সনদ ও বার্ষিক বইয়ের সংস্করণ।

এছাড়া কলা,সংস্কৃতি ও ক্রীড়া খাতে পুরষ্কার জিতেছেন ডেইলি গ্লোবাল নেশনের মোঃ শামসুল হক সুজা ও ইউনাইটেড নিউজ অব বাংলাদেশের আবু সুফিয়ান জুয়েল। রাজনীতি বিভাগে পুরস্কার জিতেছেন দৈনিক কাজীর বাজারের মামুন হোসেন এবং ফোকাস বাংলার আলোকচিত্রী কুদ্দুস আলম। জনস্বার্থ সাংবাদিকতায় পেয়েছেন বাংলাদেশ ফটোগ্রাফিক সোসাইটির সরদার মোহাম্মদ রফিউল ইসলাম ও জুমা প্রেসের আলোকচিত্রী মোঃ রাফায়াত হক খান।

ঢাকার চক বাজারের ২০২২ সালে পলিথিন কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই ট্র্যাজেডির একজন প্রত্যক্ষদর্শী তার ব্যালকনি থেকে আগুন নেভানোর চেষ্টা করছেন। এই ছবিটির জন্যই খেতাব জিতে নিয়েছেন আলোকচিত্রী আব্দুল গনি।এই মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন ৬ জন।

দৃক গ্যালারির পক্ষ থেকে জানানো হয়েছে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের তারিখ ঘোষণা করবে এবং ঢাকার দৃক গ্যালারিতে একটি প্রদর্শনীর আয়োজন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *