কটিয়াদীতে মূল্য জালিয়াতি, জরিমানা
কিশোরগঞ্জে কটিয়াদীতে পোশাকে ১ হাজার ৩০০ টাকার ট্যাগের ওপর ২ হাজার ২৫০ টাকার ট্যাগ লাগানোর ঘটনায় ২০ হাজার টাকা জরিমান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
অধিদপ্তরের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিক জানান, কটিয়াদী বাজারে অভিযানের সময় এক্সপোর্ট গ্যালারি নামের একটি প্রতিষ্ঠানে পোশাকের মূল্য তালিকায় ১ হাজার ৩০০ টাকার ট্যাগের ওপর ২ হাজার ২৫০ টাকার ট্যাগ লাগানোয় ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া বাজারে মদিনা খেজুর ঘরে খেজুর, জুস, কোমল পানীয়, নুডলসসহ মেয়াদোত্তীর্ণ বিভিন্ন খাদ্যপণ্য রাখার দায়ে ওই দোকানিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া বাসস্ট্যান্ডে ফলের দোকানে মূল্যতালিকা না রাখাসহ ভিন্ন অপরাধে মেসার্স পারভেজ ফল ভান্ডারকে ৩ হাজার টাকা ও ফল দোকানদার জাকিরকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। এ অভিযানের সময় আরও উপস্থিত ছিলেন সহকারী স্যানিটারী ইন্সপেক্টর শংকর চন্দ্র পাল।