চেন্নাইয়ের নেতৃত্ব ছেড়ে দেবেন ধোনি
প্রথম ম্যাচে হারলেও ঘরের মাঠে খেলতে নেমেই জয় পেয়েছে চেন্নাই সুপার কিংস।
বোলারদের অতিরিক্ত রান খরচায় বিরক্ত চেন্নাই অধিনায়ক। আগে ব্যাট করে রানের পাহাড়ে চড়া চেন্নাই জয় পায় ১২ রানে। তবে এমন জয়েও খুশি হতে পারেননি চেন্নাই অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।
অতিরিক্ত খাতে এত বেশি রান খরচের বিষয়টি মেনে নিতে পারছেন না চেন্নাইয়ের অধিনায়ক ধোনি। আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে চেন্নাই সংগ্রহ করে ২১৭ রান। জবাবে ২০৫ রানে থামে লখনৌ। চেন্নাইয়ের বোলাররা এই ম্যাচে অতিরিক্ত রানই দেয় ১৮ টি যার মধ্যে তিনটি নো বল ও ওয়াইড থেকে আসে ১৩ রান। রানগুলো কম দিলে জয়ের ব্যবধান আরও বড় হতো। বাড়ত রানরেট। বোলাররা এমন অতিরিক্ত রান খরচ করলে অধিনায়কত্ব ছেড়ে দেবেন তিনি। সতীর্থদের ওপর নাখোশ হয়ে বলে দিয়েছেন।
ধোনি বলেন, তাদের (বোলারদের) কোনো নো বল করা চলবে না এবং ওয়াইড বলও কম করতে হবে নতুবা নতুন অধিনায়কের অধীন খেলতে হবে। আমরা অতিরিক্ত বল অনেক বেশি করে ফেলেছি। অতিরিক্ত রান দেয়া নিয়ে মন খারাপ হলেও সব মিলিয়ে ম্যাচ জয়ে খুশি ধোনি। তিনি বলেন, এই ম্যাচটি দুর্দান্ত ছিল, অনেক রান হয়েছে। সব মিলিয়ে বলব, দারুণ হয়েছে আমাদের প্রথম ম্যাচটি। আর গত পাঁচ-ছয় বছরে আজই স্টেডিয়াম কানায় কানায় পূর্ণ ছিল।