ইজিপ্টএয়ার ঢাকা-কায়রো রুটে ফ্লাইট শুরু ১৪ মে
ইজিপ্টএয়ার ঢাকা-কায়রো রুটে ফ্লাইট শুরু ১৪ মে
মিশর সরকারি মালিকানাধীন এয়ারলাইন্স প্রতিষ্ঠান ইজিপ্ট এয়ার মিশরের কায়রো থেকে ঢাকা রুটে ফ্লাইট পরিচালনার অনুমতি পেয়েছে।
সম্প্রতি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) কাছে থেকে ফ্লাইট পরিচালনা অনুমতি পায় মিশর সরকারি মালিকানাধীন এয়ারলাইন্স প্রতিষ্ঠান।
ইজিপ্ট এয়ার বিষয়টি নিশ্চিত করেছে। ইজিপ্ট এয়ার জানায়, আগামী ১৪ মে এ রুটে প্রথম ফ্লাইট পরিচালনা করবে প্রতিষ্ঠানটি। ইতোমধ্যে ফ্লাইটের টিকিট বিক্রি শুরু হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক ইজিপ্টএয়ারের একজন কর্মকর্তা বলেন, এয়ারলাইন্সটি এই রুটে যাত্রী বহনে বোয়িং ৭৮৭-৯ মডেলের একটি এয়ারক্রাফট ব্যবহার করে। ঢাকা-কায়রো রুটে প্রাথমিকভাবে সপ্তাহে ২ টি ফ্লাইট পরিচালনা করবে। এই রুটে ফ্লাইট সংখ্যা বাড়ানোর জন্য বেবিচকের কাছে আবার অনুমতি চাইবে এয়ারলাইন্সটি।
এভিয়েশন সংশ্লিষ্টরা বলছেন, দেশের আকাশ পথের সংযোগ সীমা বৃদ্ধি পাবে। এই রুটে ফ্লাইট চালু শুরু হলে সেটি এভিয়েশন খাতে নতুন মাত্রা যোগ হবে।
পরিসংখ্যান অনুযায়ী, সরাসরি ফ্লাইট না থাকায় প্রায় ৩৫ শতাংশ যাত্রী দুবাই হয়ে কায়রোতে এক-স্টপেজ রুটে যাত্রা করেন। বাংলাদেশ এবং মিশরের মধ্যে ২০১৯ সালে মোট ১৭৩২০ জন্য টু-ওয়ে যাত্রী যাতায়াত করে, যার মধ্যে কায়রো-ঢাকা শহরের যাত্রী ছিল ৭৫ শতাংশ।
ইজিপ্ট এয়ার বর্তমানে ইউরোপ, আমেরিকা, আফ্রিকা এবং এশিয়ার মোট ৮১ টি গন্তব্যে যাত্রী ও মালবাহী পরিষেবা পরিচালনা করে।