খেলাধুলা

নেইমার ভালো প্রতিপক্ষ মার্টিনেজ

সবচেয়ে ভালো প্রতিপক্ষ হিসেবে ব্রাজিল তারকা নেইমার জুনিয়রের নাম উল্লেখ করেছেন আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। খবর ফুটবল বিষয়ক সংবাদমাধ্যম গোল ডটকম।

গত মঙ্গলবার ৪ মার্চ, গোল ডটকম ওয়েবসাইটে মার্টিনেজের সাক্ষাৎকার নিয়ে একটি ভিডিও প্রকাশ করা হয়। বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশ্বকাপজয়ী গোলরক্ষক। সেখানে সবচেয়ে ভালো প্রতিপক্ষ নিয়ে প্রশ্ন করা হলে মার্টিনেজ উত্তরে নেইমারের নাম বলেন। মার্টিনেজ বলেন, কোপা আমেরিকার ফাইনালে নেইমারকে খুব ভালো খেলতে দেখেছি। এ কারণে তাকে প্রতিপক্ষ হিসেবে আমার ভালো লাগে। সে আমাদের জয়ের পথে বাধা সৃষ্টি করতে চেয়েছিল।

সবচেয়ে ভালো সতীর্থ হিসেবে অনুমিতভাবে লিওনেল মেসির নাম বলেন মার্টিনেজ। ফুটবল বলতেই মেসিকে বোঝেন বলে উল্লেখ করেন তিনি। জীবনের সবচেয়ে স্মরণীয় ম্যাচ হিসেবে কাতার বিশ্বকাপ ফাইনালের কথা বলেন এ ফুটবলার।

মার্টিনেজ বলেন, আমার জীবনের সবচেয়ে আনন্দের মুহূর্তও ছিল সেটি, ফাইনাল ম্যাচটিতে ১০ থেকে ২০ সেকেন্ডের জন্য আমি কিছুই বুঝতে পারছিলাম না। পরে মনে হলো আমরা চ্যাম্পিয়ন হয়ে গেছি।

নিজের সবচেয়ে পছন্দের স্টেডিয়াম হিসেবে আর্জেন্টিনার মনুমেন্টাল স্টেডিয়ামের কথা বলেন এমিলিয়ানো। তিনি বলেন, প্রায় ৮০ হাজার দর্শক সেখানে আমার নাম ধরে গান করছিল। এটি অসাধারণ ছিল আমি কোথাও এমনটি দেখিনি।

2 thoughts on “নেইমার ভালো প্রতিপক্ষ মার্টিনেজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *