প্রবাসী

মালয়েশিয়ায় ২৫২ বাংলাদেশি আটক

মালয়েশিয়ায় ২৫২ বাংলাদেশি আটক

কুয়ালালামপুরের দক্ষিণ-পূর্বাঞ্চলের চেরাস এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৪২৫ জনকে আটক করেছে মালয়েশিয়ার অভিবাসন বিভাগের কর্মকর্তারা। এদের মধ্যে ২৫২ জন রয়েছেন বাংলাদেশি।

গত শুক্রবার মধ্যরাত থেকে শনিবার ভোর পর্যন্ত তামান বুকিত চেরাসের অ্যাপার্টমেন্টের কয়েকটি ফ্ল্যাটে গোপন খবরের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মালয়েশিয়ার অভিবাসন বিভাগ। বৈধ নথি না থাকা, অস্থায়ী ওয়ার্ক পারমিটের মেয়াদ শেষ হওয়ার পরও অবস্থানের অভিযোগে মোট ৪২৫ জনকে আটক করা হয়েছে। ওই এলাকায় অতিরিক্ত বিদেশির সংখ্যা নিয়ে অভিযোগ জানিয়েছিল স্থানীয় বাসিন্দারা। কুয়ালালামপুর অভিবাসন বিভাগের পরিচালক শাসমুল বাহরিন মহসিন জানান, ২ সপ্তাহের তদন্ত ও নজরদারিতে রাখার পর অভিযান পরিচালনা করা হয়।

ওমানে সংসদ সদস্য আটক পরে মুক্ত

আটকৃতদের মধ্যে রয়েছেন পুরুষ সংখ্যা- ৩৭১, নারী সংখ্যা- ৫৩ জন এবং একজন শিশু রয়েছে। এদের মধ্যে ইন্দোনেশিয়ার নাগরিক রয়েছেন ৩০ জন, বাংলাদেশি নাগরিক রয়েছেন ২৫২ জন, মিয়ানমারের নাগরিক রয়েছেন ১০৮ জন। এছাড়াও ২০ জন নেপালের, পাকিস্তানের নাগরিক রয়েছেন ৭ জন, ৬ জন কম্বোডিয়ার ও ফিলিপাইনের ২ জন। এদের মধ্যে রোহিঙ্গা শরণার্থীও রয়েছেন।

মালয়েশিয়ার বিভিন্ন জায়গায় আটকৃততরা নির্মাণ ও পরিচ্ছন্নতার কাজ করতেন। জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থার (ইউএনএইচসিআর) কার্ড ও বৈধ ওয়ার্ক পারমিট আছে অনেকের।

One thought on “মালয়েশিয়ায় ২৫২ বাংলাদেশি আটক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *