অন্যরকম খবর

নারকেল খেয়ে বেঁচে আছে ২৮ বছর

আমরা প্রতিদিন অনেক রকমের খাবার খাই। কিন্তু ভারতে একজন ব্যক্তি ২৮ বছর ধরে একটি মাত্র খাবার খেয়ে বেঁচে আছেন। প্রতিদিন বার বার একই খাবার খাওয়া কারো সম্ভব বলে মনে হয় না। এই খাবারটি হলো নারকেল। এক প্রতিবেদনে এ তথ্য জানায় জিও টিভির ।

প্রতিবেদনে বলা হয়, বালাকৃষ্ণ পলয় ৬৪ বছরের জীবনে ২৮ বছর ধরেই শুধু নারকেলে খেয়ে বেঁচে আছেন দেশটির কেরালা রাজ্যের এই বাসিন্দা। তিনি শারীরিক শক্তি হারিয়েছিলেন গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজে আক্রান্ত হয়ে। এক পর্যায়ে তারা চলাচলও বন্ধ হয়ে যায়। পলয় চিকিৎসার জন্য নারকেল খেতে শুরু করলে দেখতে পান যে তিনি ভালো বোধ করছেন। তারপর থেকে তিনি নারকেল ছাড়া আর কিছুই খাননি। এই ভারতীয় যে রোগে ভুগছেন তা বুক জ্বালাপোড়া মতো আরও কিছু অস্বস্তির কারণ। দীর্ঘ সময় ধরে ভোগতে হয়, রোগটি সম্পূর্ণ নিরাময় করা কঠিন। পলয়ের এ রোগ শনাক্ত হয় ৩৫ বছর বয়সে। নারকেল ও নারকেলের পানি খেয়ে তিনি ভালো বোধ করতে শুরু করেন। তিনি যখনই কিছু খেতেন, তখনই তা বমি করে বেরিয়ে আসত। অনেক কিছু খেয়ে রোগ থেকে মুক্তির চেষ্টা করে কোন লাভ হয়নি তার।

পলয় সাক্ষাৎকার জানান, নারকেলে সোডিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ও পটাসিয়ামের মতো খনিজ উপাদান আছে তাকে তার শক্তি ফিরে পেতে সাহায্য করেছে এবং এখন তিনি ফিট ও খুব ভালো আছেন। তিনি শুধু নারকেল খেয়ে বেঁচে থাকেন। আমি প্রতিদিন নারকেল খাই। আমার পরিবার নারিকেল চাষে যোগ দেয়। অনেক বছর ধরে এভাবেই বেঁচে আছি। এখন আমার কোনো স্বাস্থ্য সমস্যা নেই। আমি আমার পারিবারিক খামার পরিচালনা করি। নিয়মিত ব্যায়াম ও সাঁতার কাটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *