অন্যরকম খবরতথ্য ও প্রযুক্তি

ঘড়ির ঘণ্টার কাটা হয় ছোট এবং মিনিটের কাটা হয় বড় জানেন কি কেন?

বহুবছর ধরে এই ঘড়ি গোটা পৃথিবীর মানুষকে সঠিক সময় দেখাচ্ছে। ঘড়ি ছাড়া এই পৃথিবী প্রায় অচল বললেই চলে। যার ফলে মানুষ সময়ের কাজ সময়ে করতে পারছে। সময় ভাগ করে কাজ করার ফলে, মানুষের জীবনের দৈনন্দিন আচরণও সঠিকভাবেই হচ্ছে। প্রায় সব ঘড়িতেই তিনটে করে কাটা থাকে। সবথেকে বড় কাটাটা সেকেন্ডের, এরপর মাঝের কাটাটা হয় মিনিটের এবং সবথেকে ছোট কাটাটি হয় ঘণ্টার।

প্রথম যখন ঘড়ি আবিষ্কার হয়েছিল, সেইসময় ঘড়ি কোন কারণে বন্ধ হয়ে গেলে হাত দিয়ে কাটা ঘুরিয়ে চালাতে হত। এই সময় মিনিটের কাটা ঘুরিয়ে ঘুরিয়ে সময় ঠিক করতে হত। যদি ঘণ্টার কাটা বড় হত এবং সেইসময় মিনিটের কাটা ঘরাতে গিয়ে যদি কোন কারণে হাত লেগে যেত, তাহলে সেই কাটাও ঘুরে যেত। যার ফলে একই মাপের দুটো কাটার মধ্যে সমস্যা দেখা দিত।

ভালো করে ঘড়ি দেখলে দেখতে পাবেন, তবে সব ঘড়িতে আবার সেকেন্ডের কাটা দেখা যায় না। যার ফলে দুট কাটার মধ্যে বড় কাটাটি হয় মিনিটের এবং ছোট কাটাটি হয় ঘন্টার। এই একাধিক কারণের জন্য ঘড়ি তৈরির সময় বিভিন্ন সময়ের জন্য বিভিন্ন মাপের কাটা রাখা হয়েছে।

4 thoughts on “ঘড়ির ঘণ্টার কাটা হয় ছোট এবং মিনিটের কাটা হয় বড় জানেন কি কেন?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *