স্বাস্থ্য ও পুষ্টি

ভিটামিন ডি`র উৎস হলো সূর্যের আলো

শরীর সুস্থ রাখতে ভিটামিন ডি প্রয়োজন। তবে সমীক্ষা বলছে,অধিকাংশ মানুষের দেহে এই ভিটামিনের ঘাটতি রয়েছে। শরীরে এই ভিটামিনের অভাব হলে নানাবিধ সমস্যা তৈরি হয়। এই ভিটামিনের অভাবে হাড় ক্ষয়ে যায়, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে। এ কারণে সচেতন থাকতে হবে।

সূর্যের আলোই হলো ভিটামিন ডি’র সবচেয়ে বড় উৎস। এছাড়াও কিছু কিছু খাবার থেকে এই ভিটামিন পাওয়া যায়।

প্রশ্ন অনেকেরই, সূর্যের আলো থেকে কীভাবে ভিটামিন ডি শরীরে প্রবেশ করে? বিশেষজ্ঞরা বলছেন, মানুষের ত্বকে রয়েছে কোলেস্টেরল। এই কোলেস্টেরলের উপর সূর্যরশ্মি এসে পড়ে। তারপর তৈরি হয় ভিটামিন ডি। এই ভিটামিন ডি শরীর সরাসরি গ্রহণ করে। এতে হাড়ের গঠন দৃঢ় হয়। শরীরে ভিটামিন ডি-এর ঘাটতি থাকলে ক্যালসিয়াম হাড়ের ভেতরে প্রবেশ করতে পারে না। এতে হাড়ের ক্ষয় হয়। এ কারণে চেষ্টা করতে হবে সূর্যের আলোয় এসে দাঁড়াতে।

বিশেষজ্ঞরা বলছেন, ভিটামিন ডি পেতে গেলে দুপুরের দিকে সূর্যের আলোয় দাঁড়াতে হবে। এই সময়ে অতিবেগুনি রশ্মির প্রকোপ বেশি থাকে। এ কারণে খুব কম সময়েই শরীরে ভিটামিন ডি পাওয়া যায়। এজন্য ঘণ্টার পর ঘণ্টা রোদে দাঁড়ানোর কোনও প্রয়োজনই নেই। অল্প সময়েই ভিটামিন ডি-এর ঘাটতি মিটে যাবে।

ঐ প্রতিবেদনে আরও বলা হয়েছে, দুপুরের দিকে মাত্র ১০ মিনিট সূর্যের আলোয় দাঁড়ালেই উপকার পাবেন। আর সর্বাধিক দাঁড়াতে পারেন ৩০ মিনিট। এর বেশি সময় দাঁড়ানোর প্রয়োজন নেই। এর থেকে জটিলতা তৈরি হতে পারে। সারা বছর দুপুরে রোদে দাঁড়ালেও গ্রীষ্মের তপ্ত দুপুরে রোদে দাঁড়ানো ঠিক নয়।। এতে সমস্যা তৈরি হতে পারে। বরং গ্রীষ্মের সময়ে একটু সকাল-সকাল বা বিকেলের দিকে আলতো রোদে দাঁড়াতে পারেন। কারণ গ্রীষ্মের দুপুরে রোদে দাড়ালে হিট স্ট্রোক হওয়ার মতো আশঙ্কা বাড়ে।

কোলেস্টেরল কমাতে সাহায্য করে

সূর্যের আলো থেকে ভিটামিন ডি পেতে গেলে শরীরের অনেকটা অংশ খোলা রাখতে হবে। সেক্ষেত্রে হাত, পা খোলা রাখুন। শরীরে এই দুটি অংশ খোলা রাখতে পারলেই পর্যাপ্ত পরিমাণে ভিটামিন ডি তৈরি হবে।

7 thoughts on “ভিটামিন ডি`র উৎস হলো সূর্যের আলো

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *