আন্তর্জাতিক

সিঙ্গেল মাদার বাড়ছে চীনে

সিঙ্গেল মাদার বাড়ছে চীনে

চীনে দিন দিন বাড়ছে সিঙ্গেল মাদার। গত বছর পর্যন্ত দেশটিতে বেশিরভাগ অবিবাহিত নারীর পক্ষে মা হওয়া সম্ভব ছিল না। কিন্তু নিয়ম পালটে গেল, হঠাৎ করে দেশটির আইন সহজ করে দিয়েছে একক মায়েদের জীবন। বাবার স্বীকৃতি ছাড়াই সন্তান জন্ম দানের গ্রহণযোগ্যতা দিয়েছে। এমন নমনীয় পদক্ষেপ জন্মহার বাড়াতেই নিয়েছে দেশটির আইন ব্যবস্থা।

সিঙ্গেল মাদার বিষয়টি সাম্প্রতিক সময়ে সাংহাইত চীনের সবচেয়ে বড় শহরে বেশ গ্রহণযোগ্য হয়ে উঠেছে। ঝাং মেইলিও তার দুই মাস বয়সি বাচ্চাকে নিয়ে চলে এসেছেন সাংহাই শহরে এর পিতৃপরিচয় নেই। গ্রাম থেকে চলে আসেন শহরে বাচ্চাকে বড় করতে। কারণ একক মায়েদের এখনো বৈষম্য থাকে গ্রামাঞ্চলগুলোতে। বাবার পরিচয় ছাড়া সন্তানকে পৃথিবীতে আনা উচিত নয় এ বিশ্বাস খুব দৃঢ় হয়ে আছে গ্রামীণ অঞ্চলগুলোতে। সাংহাইতে সহজবোধ্য একা মা হওয়ায় মেইলি এ শহরে চলে আসেন। সংসার চালাতে সাংহাইতে মেইলি সাধারণ একটি ব্যবসা করেন। মেইলি কাজে যাওয়ার সময় হেং হেং-কে রেখে যান তার দাদির কাছে।

এমবাপেকে আল-হিলাল রেকর্ড চুক্তিতে

প্রেমিকের পরিবার তাকে বিয়ের জন্য প্রত্যাখ্যান করার পর মেইলির একক মা হওয়ার সিদ্ধান্ত নেন তাকে অনেক বৈষম্যের স্বীকার হতে হয়েছিল। মেইলির বন্ধুদের কেউই সন্তান জন্ম দেওয়ার সিদ্ধান্তকে সমর্থন করেননি। কিন্তু সিদ্ধান্তে অটল ছিলেন মেইলি। তিনি সাংহাই এর অবাধ স্বাধীনতার জন্য কৃতজ্ঞ জানান। সিঙ্গেল মাদার হয়ে আছেন অনেকিই সাংহাইতে আছেন।

গত বছর পর্যন্ত চীনে প্রায় অসম্ভব ব্যাপার ছিল বিয়ের প্রমাণ ছাড়া সন্তান নেওয়া। এখন অনেকটাই সহজ করা হয়েছে সামাজিক পরিবর্তনের মাধ্যমে। তবে এখনো অনেক মানুষ একক মায়েদের প্রতি সহনশীল নয়। চীনের একক সন্তার নীতির কয়েক দশক পরে জন্মহার বেশ কমে যাওয়ায় এমন সিদ্ধান্ত নেওয়া হয় দেশটিতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *