যে হুঁশিয়ারি দিলেন আন্দালিব রহমান পার্থ
যে হুঁশিয়ারি দিলেন আন্দালিব রহমান পার্থ
বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব না এবার যদি ভোট চুরির নির্বাচন হয়, তাহলে আপনারা (আওয়ামী লীগ) আর প্লেনে উঠতে পারবেন না। দেশের মানুষ আর আপনাদের ক্ষমা করবে না।
গত রোববার দলের ২৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে গ্রহণযোগ্য সরকারের অধীনে নির্বাচনের দাবিতে ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশন মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
বিএনপির সব দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে গণতন্ত্র পুনরুদ্ধারে পার্থ বলেন, আমরা মনে করি, এই জাতীয়তাবাদী শক্তির কেন্দ্রবিন্দু বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এটি ন্যায্য দাবি, কোনো দলের দাবি না, এই দাবি এখন বাংলাদেশের মানুষের। সুতরাং আমরা এই দাবির সঙ্গে একাত্মতা ঘোষণা করছি। মহাসচিবের মাধ্যমে সময়মতো আমাদের কর্মসূচি আপনাদের জানিয়ে দেব।
নাটোরের কাঁসাশিল্প বিলুপ্তির পথে
তিনি বলেন, স্বাধীনতা যুদ্ধের ৫০ বছর অতিবাহিত হয়েছে। উন্নয়ন যতটুকু আমরা আশা করেছিলাম, সেই জায়গায় পৌঁছতে পারিনি। আমাদের বিভিন্ন ক্ষেত্রে উন্নয়ন হয়েনি তা বলব না। এর অন্যতম কারণ হলো, আমাদের ভালো মানুষগুলো রাজনীতি থেকে দূরে সরে গেছেন। আর যেমন করেই হোক ভালো মানুষগুলোকে রাজনীতিতে ফেরত আনতে হবে। এটা রাতারাতি ঠিক করা যাবে না।
বিজেপির মহাসচিব আব্দুল মতিন সাউদের সভাপতিত্বে বক্তব্য দেন সভায় দলের প্রেসিডিয়াম সদস্য সালাউদ্দিন প্রকাশ মতিন, বাংলাদেশ জাতীয় যুব সংহতির হারুন-অর-রশিদ, বাংলাদেশ জাতীয় ছাত্রসমাজের সাইফুল ইসলাম, বাংলাদেশ জাতীয় যুব সংহতির খলিলুর রহমান, জাতীয় শ্রমিক পার্টির ইয়াসিন উদ্দিন দুলাল, বাংলাদেশ জাতীয় শ্রমিক পার্টির মো. হাসনাইন হাওলাদার প্রমুখ।
Pingback: নির্বাচন প্রশ্নে তিন শীর্ষ দলের বৈঠক - Amader Khabar